নালার উপর আধ ভাঙা সরু চাতাল, কোথাও কোথাও আবার অস্থায়ী ভাবে বসানো কাঠের পাটা। তার উপর দিয়েই নালা ডিঙিয়ে উঠতে হচ্ছে দোকানে। একটু অসাবধান হলেই সোজা নালায়। মাস দেড়েক ধরে এ ভাবেই ঝুঁকি নিয়ে বাঁকুড়ার সুভাষ রোড এলাকায় বাজারে কেনাকাটা করতে হচ্ছে লোকজনকে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অসন্তুষ্ট ক্রেতারাও।
লালবাজার মোড় থেকে মাচানতলা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’পাশ বহু বছর ধরেই বেদখল করে রাখার অভিযোগ। মাসখানেক আগে প্রশাসন ওই রাস্তা দখল মুক্ত করতে নির্দেশ দেয়। অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীরা নিজেরাই দখলমুক্ত করতে নামেন। ব্যবসায়ীরা ভেবেছিলেন, এ বার প্রশাসন ওই এলাকায় উন্নয়ন করবে। কিন্তু তার পর থেকে প্রশাসনের আর হেলদোল নেই!
এতে ক্ষুব্ধ ব্যবসায়ীদের একটা বড় অংশ। প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। বাঁকুড়া শহর ব্যবসায়ী সমিতি ও চকবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সম্পাদক করুনাময় চন্দ বলেন, “ব্যবসায়ীরা প্রশাসনকে সহায়তা করল। নিজেরাই তাঁরা অবৈধ বলে চিহ্নিত হওয়া নির্মাণ ভেঙে ফেলেছেন। অথচ এর পরেও প্রশাসন বাকি কাজ শেষ করেনি।”