Advertisement
০৫ মে ২০২৪

কৃষকসভার অবরোধ, নাকাল যাত্রীরা

১০০ দিনের কাজের বকেয়া মজুরি, সহায়ক মূল্যে ধান ক্রয়, দ্রুত সমবায় ব্যাঙ্ক খোলা-সহ সাত দফা দাবিতে আমোদপুরের কামারশাল মোড়ে ঘণ্টা খানেক ধরে সিউড়ি-কাটোয়া সড়ক অবরোধ করল বামপন্থী কৃষক যৌথ ফোরাম। মঙ্গলবার সিপিএম-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য, দলের লাভপুর কেন্দ্রের দুই প্রাক্তন বিধায়ক মানিক মণ্ডল, নবনীতা মুখোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা ধানের বস্তা বোঝাই গরুর গাড়ি নিয়ে সাড়ে ১০টা নাগাদ অবরোধে সামিল হন।

অবরোধের জেরে যানজট। সাঁইথিয়ার মাঠপলশার কাছে। ছবি: অনির্বাণ সেন।

অবরোধের জেরে যানজট। সাঁইথিয়ার মাঠপলশার কাছে। ছবি: অনির্বাণ সেন।

নিজস্ব সংবাদদাতা
আমোদপুর শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০০:৫১
Share: Save:

১০০ দিনের কাজের বকেয়া মজুরি, সহায়ক মূল্যে ধান ক্রয়, দ্রুত সমবায় ব্যাঙ্ক খোলা-সহ সাত দফা দাবিতে আমোদপুরের কামারশাল মোড়ে ঘণ্টা খানেক ধরে সিউড়ি-কাটোয়া সড়ক অবরোধ করল বামপন্থী কৃষক যৌথ ফোরাম। মঙ্গলবার সিপিএম-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য, দলের লাভপুর কেন্দ্রের দুই প্রাক্তন বিধায়ক মানিক মণ্ডল, নবনীতা মুখোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা ধানের বস্তা বোঝাই গরুর গাড়ি নিয়ে সাড়ে ১০টা নাগাদ অবরোধে সামিল হন। সমীরবাবু বলেন, ‘‘এক দেড় বছর আগে ১০০ দিন প্রকল্পে কাজ করেও মজুরেরা কাজ পাচ্ছেন না। সহায়ক মূল্যে ধান কেনারও ব্যবস্থা নেই। আড়তদারের মর্জি মাফিক দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। কিন্তু, সরকারের কোনও হেলদোল নেই। তাই এ দিন জেলার ৬টি স্থানে একযোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ahmadpur Road blocked Krishak Sabha Manik Mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE