Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উল্টো পতাকা

স্বাধীনতা দিবসের দু’দিন পার হয়ে গেলে একটি শিশুশিক্ষা কেন্দ্রে উল্টো ভাবে লাগানো জাতীয় পতাকা সরানো হল না। পুঞ্চা থানার হাড়গাড়া শিশুশিক্ষা কেন্দ্রের এই ঘটনা বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
পুঞ্চা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০১:০৬
Share: Save:

স্বাধীনতা দিবসের দু’দিন পার হয়ে গেলে একটি শিশুশিক্ষা কেন্দ্রে উল্টো ভাবে লাগানো জাতীয় পতাকা সরানো হল না। পুঞ্চা থানার হাড়গাড়া শিশুশিক্ষা কেন্দ্রের এই ঘটনা বলে অভিযোগ। বুধবার বিকেলে পুঞ্চার অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম মণ্ডল ঘটনাটি জেনে বলেন, ‘‘এমনটা তো হওয়া উচিত নয়! আমি বিশদে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’’

স্থানীয় সূত্রে খবর, দুই শিক্ষিকা, পরিচালন সমিতির কয়েকজন সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওই স্কুলে সোমবার পতাকা তোলা হয়। পুঞ্চার বাসিন্দা স্বরাজ গড়াই, হাড়গাড়া গ্রামের চৈতন সোরেনের দাবি, ‘‘পতাকা উত্তোলনের সময়েই উল্টো ভাবে টাঙানো হচ্ছে বলে কেউ কেউ মৃদু আপত্তি তুলেছিলেন। কিন্তু অনেকে তা কানে তোলেননি।’’ বাসিন্দারা জানাচ্ছেন, এ দিকে সোমবারের পর থেকে ওই স্কুল খোলা হয়নি। মনসাপুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু পতাকা আর খোলা হয়নি। বাসিন্দাদের অনেকের প্রশ্ন, সূর্যাস্তের পরে পতাকা নামিয়ে রাখা নিয়ম হলেও, ওই স্কুলে পতাকা টাঙানোই রয়েছে। স্কুলের দুই শিক্ষিকার সঙ্গে এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি । স্কুল পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি প্রাক্তন সরকারি কর্মী পশুপতি মান্ডির ফোন বেজে গেলেও তিনি তা তোলেননি।

বুধবার বিকেলে ঘটনার খবর জেনে পুঞ্চার অবর বিদ্যালয় পরিদর্শক জানান, ব্লকের নোডাল অফিসার শিশুশিক্ষা কেন্দ্রগুলি দেখেন। ঘটনাটি জানার পরে তিনি খোঁজ নিচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

National Flag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE