নাতনিদের নিয়ে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়া এবং তাঁর নাতনির। জখম হয়েছে আর এক নাতনিও। শনিবার সকালে নলহাটি শহরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম গোলবানু বিবি (৫৬) এবং সাইবা খাতুন। (৮)। বাড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড করিমপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই মহিলা দুই নাতনি খুশি খাতুন (১০) ও সাইবা খাতুনকে (৮) সঙ্গে নিয়ে বাড়ি থেকে পশ্চিমপাড়া থেকে পূর্বপাড়া যাচ্ছিলেন। বিপজ্জনক ভাবে রেল লাইন পার হওয়ার সময় ডাউন শতাব্দী এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান গোলবানু বিবি। খুশিকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। গুরুতর জখম সাইবাকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়। শহরের ১৩ নম্বর ওয়ার্ডকে রেললাইন দু’ ভাগে বিভক্ত করেছে। প্রতি দিন রেল লাইনের পূর্বপাড়া থেকে ছোট ছোট ছেলেমেয়েদের লাইন পেরিয়েই স্কুলে যেতে হয়। বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় না কাজে পাড়া থেকে আর পাড়ায় যাতায়াত করতে হয়। যে কোনও সময়ই দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ দিনের ঘটনা তার-ই প্রমাণ বলে মনে করছেন বাসিন্দারা।