Advertisement
১২ ডিসেম্বর ২০২৪

শিবির থেকে আলোচনা, দিনভর যোগ

সাড়ম্বরে বিশ্ব যোগ দিবস পালিত হল রাঢ়বঙ্গের দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়ায়। একাধিক স্কুল, জেলা প্রশাসন, যোগচর্চা কেন্দ্র এবং স্থানীয় বেশ কিছু ক্লাবের উদ্যোগে দুই জেলার ব্লকে ব্লকে নানা জায়গায় যোগ শিবিরের আয়োজন করা হয় রবিবার। বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো

বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে এনসিসি-র ৫৬ ব্যাটেলিয়নের যোগ শিবির। ছবি: অভিজিৎ সিংহ।

বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে এনসিসি-র ৫৬ ব্যাটেলিয়নের যোগ শিবির। ছবি: অভিজিৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০২:০৪
Share: Save:

সাড়ম্বরে বিশ্ব যোগ দিবস পালিত হল রাঢ়বঙ্গের দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়ায়। একাধিক স্কুল, জেলা প্রশাসন, যোগচর্চা কেন্দ্র এবং স্থানীয় বেশ কিছু ক্লাবের উদ্যোগে দুই জেলার ব্লকে ব্লকে নানা জায়গায় যোগ শিবিরের আয়োজন করা হয় রবিবার।

বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় ক্রীড়া ও শক্তি সঙ্ঘের পরিচালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আয়োজন করা হয় যোগ শিবিরের। উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) পার্থ ঘোষ-সহ অনেকে। অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অমরেশ গোয়েনকা। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলে জেলা পুলিশের সঙ্গে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়-এর বাঁকুড়া শাখা যৌথ উদ্যোগে যোগ শিবিরের আয়োজন করে। বহু পুলিশকর্মী এই শিবিরে অংশ নিয়েছিলেন। ছিলেন জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সবরি রাজকুমার কে-সহ অনেকে।

বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে আবার পতঞ্জলি যোগ সমিতির তরফে যোগ শিবির হয়েছে। বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে গোয়েনকা স্কুলে হয় যোগ শিবির। রাইপুরের গড়রাইপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে একাধিক যোগ সমিতি ও স্কুলের উদ্যোগে যোগ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী বিশ্বাস। বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এই শিবিরে অংশ নিয়েছিলেন।

এ দিন সকালে বিষ্ণুপুরে রাজদরবার প্রাঙ্গণে বিষ্ণুপুর ৫৩ নম্বর বেঙ্গল এনসিসি ব্যাটেলিয়নের উদ্যোগে ১৪টি স্কুলের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে নিয়ে যোগ শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও যোগের প্রচারে বিষ্ণুপুর শহরে মল্লভূম যোগ সেন্টার ট্যাবলো-সহ শোভাযাত্রা বের করে। ট্যাবলোর উপরেই যোগ ব্যায়াম করে দেখান সংস্থার শিক্ষার্থীরা। বিষ্ণুপুরের রঘুনাথ সায়রে বিষ্ণুপুর বিজেপি-র পক্ষ থেকেও যোগ দিবস পালন করা হয়। স্থানীয় কচিকাঁচা ও দলীয় কর্মীদের নিয়ে যোগ শিবির চলে প্রায় আধঘণ্টা।

এ দিন সকালে পুরুলিয়া জেলা বিজ্ঞানকেন্দ্রে অনুষ্ঠিত যোগ শিবিরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। জেলা বিজ্ঞানকেন্দ্রের আধিকারিক ঋতব্রত বিশ্বাস জানিয়েছেন, শিবিরে অংশ নেওয়া সকলেই যোগাভ্যাসের পাশাপাশি একটি আলোচনাতেও অংশ নিয়েছেন। আলোচক ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী অভিজ্ঞানানন্দ। তিনি যোগ চর্চার গুরুত্ব ও সুফলের কথা বিশদে উল্লেখ করেন। সকালে পুরুলিয়া নেতাজি সুভাষ উদ্যানে পুরুলিয়ার একটি চক্ষু চিকিৎসা পরিষেবা সংগঠনের উদ্যোগেও যোগ শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠনের সভাপতি রাজীব কুমার সাহা বলেন, ‘‘পুরুলিয়া শহরে যাঁরা যোগব্যায়াম চর্চার সঙ্গে যুক্ত, এ রকম বিভিন্ন সংগঠনকে আমরা এক ছাতার তলায় নিয়ে এসে এ দিন যোগ শিবির অনুষ্ঠিত করেছি। যোগাভ্যাসের পাশাপাশি বিভিন্ন বক্তা এ দিন শিবিরে উপস্থিত মানুষজনের কাছে যোগচর্চার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। সকলে সাড়া দিয়ে এগিয়ে আসায় আমরা খুশি।’’

এ দিন বলরামপুরের একটি সংগঠনও পুরনো ডাকঘর মোড়ের কাছে সংস্থার কার্যালয়ে সকালে ও বিকেলে যোগ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এই সংগঠনের পক্ষে রবি কেডিয়া জানিয়েছেন, সকালে যোগাভ্যাসের পাশাপাশি বিকেলে সুস্থ সমাজ ও সুস্থ জীবনের জন্য যোগের ভূমিকা শীর্ষক একটি আলোচনাও অনুষ্ঠিত হয়। পুরুলিয়ার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে শহরের উপকন্ঠে বিবেকানন্দ নগরে একটি যোগ শিবিরের আয়োজন করে। উদ্যোক্তাদের পক্ষে শ্রীকান্ত গরাঁইয়ের কথায়, ‘‘সুস্থ ও নীরোগ ভাবে বাঁচা যায় যোগাসনের মাধ্যমেই। অনেক কষ্টে উপার্জিত অর্থ চিকিৎসায় ব্যয় হয়ে যায়। যোগাভ্যাস নিয়মিত করতে পারলে অনেক অসুখকে দূরে সরিয়ে রাখা সম্ভব। এই চর্চা ধরে রাখার জন্য আমরা যুব সম্প্রদায়ের কাছে আবেদন রেখেছি।’’

এ দিন আদ্রা কমিউনিটি হলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনেও একটি যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আদ্রার ডিআরএম অনশুল গুপ্ত। তিনি যোগব্যয়ামের গুরুত্বের কথা এবং যোগভ্যাসের মাধ্যমে শরীরকে কী ভাবে কর্মক্ষম ও নীরোগ রাখা যায়, তা শিবিরে উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন। সাঁওতালডিহির ভোজুডি কোল ওয়াশারি এলাকার একটি ক্লাবের উদ্যোগে স্থানীয় দুর্গা মন্দিরে যোগ শিবিরের আয়োজন করা হয়। ছিলেন সাঁওতালডিহির আইসি ত্রিগুণা রায়।

অন্য বিষয়গুলি:

Bankura Purulia Yoga Yoga divas bishnupur NCC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy