Advertisement
১৬ মে ২০২৪

ছাঁটাইয়ের অভিযোগে অনশনে বসলেন জমিহারারা

কাজের দাবিতে কারখানার সামনে অনশনে বসলেন স্থানীয় কিছু বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া ব্লকের বেণীপুর গ্রামের জনা দশ বাসিন্দা ঝনকা মোড়ের কাছে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বে অনশনে বসেন।

নিজস্ব সংবাদদাতা
নিতুড়িয়া শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০০:৫৮
Share: Save:

কাজের দাবিতে কারখানার সামনে অনশনে বসলেন স্থানীয় কিছু বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া ব্লকের বেণীপুর গ্রামের জনা দশ বাসিন্দা ঝনকা মোড়ের কাছে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বে অনশনে বসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে ঝনকা মোড় এলাকায় জমি কিনে লোহার ওই কারখানাটি তৈরি করেন এক ব্যবসায়ী। কারখানায় প্রায় ২৫০ শ্রমিক কাজ করেন। অনশনে বসা শ্রমিকদের মধ্যে আস্তিক মণ্ডল, ইন্দ্র মণ্ডলদের অভিযোগ, কারখানা গড়ার জন্য যাদের কাছে থেকে জমি কিনেছিলেন ওই ব্যবসায়ী তাদের বেশিরভাগকেই কারখানায় নিয়োগ করা হয়নি। স্থানীয়দের পরিবর্তে বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হয়েছে। তারপরে আবার কয়েকদিন আগে জমিহারা তথা দুই শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ।” কংগ্রেসের স্থানীয় নেতা শান্ত চট্টোপাধ্যায়ের দাবি, “জমি কিনে কারখানা করার পরে কংগ্রেসের তরফে দীর্ঘদিন ধরেই ওই জমিহারাদের কাজে নিয়োগের দাবি জানানো হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই দাবিতে কর্ণপাত করেননি। তারই মধ্যে আবার দু’জন জমিহারা-শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরে প্রশাসন দুই পক্ষকে আলোচনায় ডাকলেও মালিকপক্ষ সেখানে হাজির হয়নি। এই অবস্থায় বাধ্য হয়ে অনশনে বসেছেন শ্রমিকরা।” তবে কারখানার ম্যানেজার অমিত তুলসীয়া পাল্টা দাবি করেছেন, কারখানার নিয়ম ভাঙার কারণে একজন শ্রমিককে আপাতত কাজে আসতে বারণ করা হয়েছে। কাউকেই ছাঁটাই করা হয়নি। তিনি বলেন, “জমি কেনার সময়ে কারখানায় নিয়োগ করা হবে বলে কোনও প্রতিশ্রুতি আমরা দিইনি। এ দিন ছাঁটাই হওয়া একজন শ্রমিক কিছু জমিদাতাকে ভুল বুঝিয়ে অনশন শুরু করেছে।” তিনি জানান, প্রশাসনের বৈঠকে তাঁর যেতে দেরি হয়। তবে প্রশাসনের ডাকা পরবর্তী বৈঠকে তাঁরা হাজির থাকবেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cut back nituria fasting landgivers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE