Advertisement
E-Paper

দুই জেলায় তিন লোকসভা কেন্দ্রে লড়ছেন ৩৫ জন

পুরুলিয়া লোকসভা কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন ১২ জন প্রার্থী। বাঁকুড়া কেন্দ্রে ১৪ জন এবং বিষ্ণুপুর কেন্দ্রে ৯ জন। আগামী ৭ মে ওই সেনাদের যুদ্ধ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় এ বার ভোটে প্রার্থী হয়েছেন: নরহরি মাহাতো (ফরওয়ার্ড ব্লক), নেপাল মাহাতো (কংগ্রেস), বিকাশ বন্দ্যোপাধ্যায় (বিজেপি), মিহিরকুমার রাজোয়াড় (বহুজন সমাজবাদী পার্টি), মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল), অজিতপ্রসাদ মাহাতো (ঝাড়খণ্ড বিকাশ মোর্চা- প্রজাতান্ত্রিক), তপনকুমার মাহাতো (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), ধীরেন রজক (ঝাড়খণ্ড পার্টি- নরেন), বৈদ্যানাথ হাঁসদা (ঝাড়খণ্ড দিশম পার্টি), সুবর্ণ কুমার (এসইউসি), পূর্ণচন্দ্র টুডু (নির্দল) ও মনবোধ মাহাতো (নির্দল)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০১:০৩

পুরুলিয়া লোকসভা কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন ১২ জন প্রার্থী। বাঁকুড়া কেন্দ্রে ১৪ জন এবং বিষ্ণুপুর কেন্দ্রে ৯ জন। আগামী ৭ মে ওই সেনাদের যুদ্ধ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় এ বার ভোটে প্রার্থী হয়েছেন: নরহরি মাহাতো (ফরওয়ার্ড ব্লক), নেপাল মাহাতো (কংগ্রেস), বিকাশ বন্দ্যোপাধ্যায় (বিজেপি), মিহিরকুমার রাজোয়াড় (বহুজন সমাজবাদী পার্টি), মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল), অজিতপ্রসাদ মাহাতো (ঝাড়খণ্ড বিকাশ মোর্চা- প্রজাতান্ত্রিক), তপনকুমার মাহাতো (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), ধীরেন রজক (ঝাড়খণ্ড পার্টি- নরেন), বৈদ্যানাথ হাঁসদা (ঝাড়খণ্ড দিশম পার্টি), সুবর্ণ কুমার (এসইউসি), পূর্ণচন্দ্র টুডু (নির্দল) ও মনবোধ মাহাতো (নির্দল)। নির্দলের প্রথম জন হলেন আদিবাসী দলিত সমাজের এবং দ্বিতীয় জন হলেন আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের প্রার্থী। এ ছাড়া আরও চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছিলেন। কিন্তু তাঁদের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “এই চারজনের হলফনামা ঠিক ছিল না। তাঁদের পুনরায় তা জমা করতে বলা হয়েছিল। কিন্তু সময় মতো তাঁরা সেই সব নথি জমা না করায় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকই তাঁদের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে।”

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীরা হলেন: বাসুদেব আচারিয়া (সিপিএম), কবিতা সিংহ বাবু (এসইউসি), সুধীরকুমার মুর্মু (সিপিআই এমএল), শ্রীমতী দেব বর্মা (মুনমুন সেন) (তৃণমূল), সুভাষকুমার সরকার (বিজেপি), নীলমাধব গুপ্ত (কংগ্রেস), হুলু ক্ষেত্রপাল (বহুজন মুক্তি পার্টি), পানমণি বেসড়া (ঝাড়খণ্ড দিশম পার্টি), শিবশঙ্কর ঘোষ (ঝাড়খণ্ড বিকাশ মোর্চা- পি), প্রবীর বন্দ্যোপাধ্যায় (ঝাড়খণ্ড অনুশীলন পার্টি), পরেশ মারান্ডি (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), বিনয় চৌধুরী (বহুজন সমাজ পার্টি), গৌরচন্দ্র হেমব্রম (নির্দল), শ্যামল সিকদার (নির্দল)। এক প্রার্থী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে ন’জন লড়াইয়ে নেমেছেন, তাঁরা বলেন সুস্মিতা বাউরি (সিপিএম), সদানন্দ মণ্ডল (এসইউসি), দীনেশ লোহার (নির্দল), সৌমিত্র খাঁ (তৃণমূল), তরনী রায় (নির্দল), জয়ন্ত মণ্ডল (বিজেপি), নারায়ণচন্দ্র খাঁ (কংগ্রেস), জগদানন্দ রায় (বহুজন সমাজবাদী পার্টি) ও জয়দেব বাউরি (বহুজন মুক্তি পার্টি)।

lok sabha election purulia bankura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy