Advertisement
০৬ মে ২০২৪

‘স্ট্রেট’ থেকে ‘কার্লি’, বদল চুলে

নিজের হেয়ার স্টাইল বদলে সঙ্গীকে চমকে দিতে চায় সুজাতা। যেমন ভাবা, তেমন কাজ। তাঁর ‘স্ট্রেট’ চুল বদলে গিয়েছে ‘কার্লি’ কেতায়। এখন শুধু দেখা হওয়ার পালা! লম্বা চুলের হলিউডি ‘মালেট’ উড়িয়ে যেমন ‘ক্রিউ কাট’ করে বান্ধবীকে সারপ্রাইজ দিতে চলেছে অভি। কেন সুজাতা কিংবা অভির এই চুলের কেতা-বদল?

রাজদীপ বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৯
Share: Save:

নিজের হেয়ার স্টাইল বদলে সঙ্গীকে চমকে দিতে চায় সুজাতা। যেমন ভাবা, তেমন কাজ। তাঁর ‘স্ট্রেট’ চুল বদলে গিয়েছে ‘কার্লি’ কেতায়। এখন শুধু দেখা হওয়ার পালা! লম্বা চুলের হলিউডি ‘মালেট’ উড়িয়ে যেমন ‘ক্রিউ কাট’ করে বান্ধবীকে সারপ্রাইজ দিতে চলেছে অভি। কেন সুজাতা কিংবা অভির এই চুলের কেতা-বদল?

দু’জনের কাছে উত্তর মিলল একটাই। উপলক্ষ, ভ্যালেন্টাইনস্‌ ডে। প্রেম দিবসে নিজেকে নতুন করে সঙ্গীদর কাছে মেলে ধরার হাওয়াতেই মজেছে বাঁকুড়া। অথচ, কয়েক দশক আগেও সরস্বতী পুজোই ছিল বাঙালির ভ্যালেন্টাইনস্‌ ডে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ১৪ ফেব্রুয়ারি দিনটিও একটি আলাদা মর্যাদা পেয়েছে।

কলকাতা, মুম্বইয়ের মতো মেট্রোসিটিগুলির পাশাপাশি রাঢ় বাংলার প্রত্যন্ত জেলা শহর বাঁকুড়ার যুবক যুবতীরাও এই দিনটিকে একটি ‘স্পেশাল ডে’ হিসেবেই উদযাপন করছে। যার ফলে বাঙালির আর পাঁচটা উত্‌সবের মতো ভ্যালেন্টাইনস্‌ ডে-তেও তুমুল জোয়ার বাজারে। খুশি ব্যবসায়ী মহলও।

বাঁকুড়ার মতো ছোট শহরেও প্রেম দিবস উপলক্ষে গিফট আইটেম, কার্ড কেনার চল যেমন বাড়ছে, তেমনই লম্বা লাইন দেখা যাচ্ছে সেলুন, বিউটি পার্লার গুলিতেও। নতুন নতুন খাবারের পদ সাজিয়ে তৈরি রেস্তোঁরা গুলিও। কোথাও কোথাও ছোট অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা বলেন, “গত কয়েক বছর ধরেই ভ্যালেন্টাইনস্‌ ডে উপলক্ষে একটা ভাল বাজার পাওয়া যাচ্ছে। মূলত গিফট আইটেমের রমরমা বাড়ছে। এই দিনটিকে কেন্দ্র করে ব্যবসার নতুন একটা দিক খুলে গিয়েছে।”

মধুসূদনবাবুর মতো একই সুর ব্যবসায়ীদের গলায়। গিফট আইটেম ও কার্ডের ব্যবসায় দীর্ঘ দিন ধরে যুক্ত বাঁকুড়ার পাঠক পাড়ার ব্যবসায়ী প্রিয়ব্রত চট্টোপাধ্যায়, রক্ষাকালীতলার প্রশান্ত সেনরা। প্রশান্তবাবু বলেন, “চাহিদা বাড়ছে বুঝেই ব্যবসায়ীরা কলকাতা, দিল্লি থেকে বাছাই করা গিফট আইটেম আনছেন ভ্যালেন্টাইনস্‌ ডে-র জন্য। বিক্রিও হচ্ছে রমরমিয়ে।” প্রিয়ব্রতবাবু সংযোজন, “টেডি থেকে শুরু করে হাতঘড়ি, চিনামাটির নানা মূর্তির চাহিদা প্রচুর। একইসঙ্গে, ইমিটেশনের অলংকারও বিক্রি হচ্ছে। গত বছরও ভাল ব্যবসা হয়েছিল, এবারও হতাশ হয়নি ব্যবসায়ীরা।” ইদানিং নতুন প্রজন্মের কথা ভেবে নতুন ধরনের উপহার রাখছেন ব্যবসায়ীরা।

ভি-ডে উপলক্ষে শহরের সেলুন-বিউটি পার্লারগুলিতেও ভিড় বাড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। বাঁকুড়া শহরের সার্কাস ময়দানের একটি বিউটি পার্লারের মালিক বৈশাখী চৌধুরী বলেন, “তিন-চারদিন ধরে ব্যাপক ভিড় সামলাতে হচ্ছে। সকলেরই আবদার নতুন ধরনের হেয়ার স্টাইলের। ভ্যালেন্টাইনস্‌ ডে একটা নতুন বাজার এনে দিয়েছে।” শহরের রক্ষাকালীতলার ছেলেদের একটি সেলুনের মালিক সুবীর পরামানিকেরও একই দাবি, “চুলের স্টাইল বদল করতে আসছেন অনেকে। এটা একটা নতুন বাজার। এ বার ‘ক্রিউ কাট’ -এর চল বেশি।”

ভ্যালেন্টাইন’স ডে-র ব্যবসা হাতছাড়া করতে নারাজ বাঁকুড়ার রেস্তোরাঁর মালিকেরাও। শহরের লালবাজার ও চাঁদমারিডাঙা এলাকার তিনটি প্রথম শ্রেণির রেস্তোঁরার মালিক প্রবীর দত্তের কথায়, “গত কয়েক বছর ধরেই ১৪ ফেব্রুয়ারি দিনটি তরুন তরুনীরা ভিড় জমাচ্ছেন। রেস্তোরাঁ গুলিতে, তাঁদের কথা চিন্তা করেই এবার নতুন বেশ কিছু পদের ব্যবস্থা করা হয়েছে। চাইনিজ, ইন্ডিয়ান তন্দুরির সঙ্গে চিকেন কলমি কাবাব, ফিস পেশওয়ারি, চিকেন আনারকলি, পনির মুমতাজের মতো বেশ কিছু নতুন পদ থাকছে।”

কী ভাবছেন বাঁকুড়ার প্রেমিক যুগলরা? বাঁকুড়া সারদামনি গার্লস কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর কথায়, “এই দিনটিকে আমরা একটা বিশেষ দিন বলেই ভাবি। সব বন্ধু বান্ধবীরা একসঙ্গে আউটিং-এও যাওয়ার প্ল্যান করেছি এবার।” বাঁকুড়া শহরের পাঠক পাড়ার যুবক সোমনাথ চট্টোপাধ্যায়ের কথায়, “স্কুল জীবন থেকেই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে আমরা আলাদা করে উপভোগ করে আসছি, এবারও সারাদিন নানা পরিকল্পনা রয়েছে।”

বদল শুধু চুলের কেতা কিংবা বাজারে নয়, ভি’ডেকে ঘিরে বদলাচ্ছে বাঁকুড়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rajdip bandyopadhyay bankura amar shahor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE