Advertisement
০২ মে ২০২৪

ধরা হোক সকলকে, এক সুর বিমান-রাহুলের

এসজেডিএ কাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবিতে একই দিনে সরব হলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসু এবং বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। শনিবার দলের অনুষ্ঠানে যোগ দিতে দুই নেতাই উত্তরবঙ্গে এসেছিলেন। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দুই শহরেই বিজেপি-র ধর্না অবস্থানে যোগ দিয়েছিলেন রাহুল সিংহ। অন্য দিকে, এ দিনই জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু।

(বাঁ দিকে) জলপাইগুড়িতে বিমান বসু। (ডান দিকে) শিলিগুড়িতে রাহুল সিংহ। নিজস্ব চিত্র।

(বাঁ দিকে) জলপাইগুড়িতে বিমান বসু। (ডান দিকে) শিলিগুড়িতে রাহুল সিংহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০২:৩২
Share: Save:

এসজেডিএ কাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবিতে একই দিনে সরব হলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসু এবং বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। শনিবার দলের অনুষ্ঠানে যোগ দিতে দুই নেতাই উত্তরবঙ্গে এসেছিলেন। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দুই শহরেই বিজেপি-র ধর্না অবস্থানে যোগ দিয়েছিলেন রাহুল সিংহ। অন্য দিকে, এ দিনই জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু। দুই নেতারই দাবি, এসজেডিএ কাণ্ডে জড়িতদের সকলকেই দ্রুত গ্রেফতার করতে হবে।
এ দিন জলপাইগুড়িতে বিমানবাবু অভিযোগ করেন, ‘‘এসজেডিএ-তে অন্তত ২০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। তাতে যারা যুক্ত আছে, তাদের সকলকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। রাজ্য সরকারের আপাদমস্তক দুর্নীতি ছড়িয়ে গিয়েছে।’’ এ দিন শিলিগুড়িতে বিজেপি-র অবস্থানে বক্তব্যের পরে সাংবাদিক বৈঠকে সারদা কেলেঙ্কারির তদন্তে চলতি মাসেই আরও ধরপাকড় শুরু হবে বলে দাবি করেছেন দলের রাজ্য সভাপতি রাহুলবাবু। সারদার সঙ্গে এসজেডিএ জুড়ে বিজেপি নেতার সংযোজন, ‘‘আমরা আগেও বলেছি, দুর্নীতিতে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। কাউকে আড়াল করা চলবে না।’’
ঘটনাচক্রে, আগামী সোমবার ফের আদালতে তোলা হবে এসজেডিএ-এর প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমারকে। ময়নাগুড়িতে একটি বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গত ১৫ জুলাই গোদালাকে গ্রেফতার করে সিআইডি। সে দিন শিলিগুড়িতে জেরার জন্য ডাকা হয়েছিল তাঁকে। জেরার পরেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। প্রথম দফায় গোদালাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সে সময় তাঁকে একাধিক বার জেরা করে সিআইডি-র তদন্তকারীরা। পরে আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয় ওই আইএস অফিসারকে। জেল হাজতের মেয়াদ শেষে আগামী সোমবার তাঁকে ফের শিলিগুড়ি আদালতে তোলা হবে। গোদালাকে গ্রেফতারির পরে গত ২৩ জুলাই আদালতে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি। চার্জশিটে গোদালা-সহ ১৬ জনকে অভিযুক্ত দেখানো রয়েছে। এদের মধ্যে গোদালার শ্বশুর এবং শ্যালকও রয়েছে। ওই দু’জন এখনও ফেরার থাকলেও বাকি ১৪ জন কোনও না কোনও সময় গ্রেফতার হয়েছেন।

আদালতে জমা দেওয়া সিআইডি-র চার্জশিটে ময়নাগুড়িতে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্পের সঙ্গেই আরও ৫টি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই প্রকল্পগুলিতে কত টাকার অনিয়ম হয়েছে, তাও উল্লেখ্য করা হয়েছে। সেই প্রকল্পগুলির তদন্ত চলছে বলে সিআইডি-র তরফে আদালতে জানানো হয়েছে। ওই প্রকল্পগুলির ক্ষেত্রেও একই অভিযুক্তেরা জড়িত রয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। যে প্রকল্পগুলি ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার বেশির ভাগই অর্ধনির্মিত হয়ে রয়েছে।

এসজেডিএ সূত্রে জানা গিয়েছে, সিবিআই প্রথম যে মামলায় চার্জশিট পেশ করেছে, সেটি ময়নাগুড়ির শ্মশান তৈরির প্রকল্প। ২০১২ সালের অগস্ট মাসে এসজেডিএ-র বোর্ড মিটিঙে এই প্রকল্প পেশ করার পর থেকেই পদে পদে অসঙ্গতির প্রমাণ মিলেছে বলে সিআইডি-র দাবি। প্রকল্পটিকে বোর্ড অনুমোদন দিয়েছে নাকি বাতিল করেছে, তার কোনও উল্লেখ সভার কার্যবিবরণীতে নেই বলে সিআইডি-র দাবি। দরপত্রে প্রকল্পের যে খরচ ঠিকাদার সংস্থা জমা দিয়েছিল, তার থেকে তিন কোটি টাকা বাড়িয়ে কাজের বরাত দেওয়া হয় বলে অভিযোগ। মাঝপথে যন্ত্রাংশ সরবারহ বসানোর কাজে প্রায় ৯ কোটি টাকা ঠিকাদার সংস্থাকে দেওয়া হলেও, সেগুলোর বেশির ভাগ আদৌও সরবরাহ করা হয়নি বলে অভিযোগ।

মামলার চার্জশিটে এসজেডিএ-র বাস্তুকার, ঠিকাদারদের নাম থাকলেও কোনও বোর্ড সদস্যের নাম উল্লেখ পর্যন্ত করেনি সিআইডি। তবে সিপিএম, কংগ্রেস, বিজেপির দাবি, চার্জশিটে জড়িতদের সকলের নাম রাখা হয়নি। সিআইডি-র তরফে অবশ্য জানানো হয়েছে, এসজেডিএ-র আরও কয়েকটি প্রকল্প নিয়ে তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE