Advertisement
০৩ মে ২০২৪

এক বছরেই খণ্ডহর সারদার কোপাই রিসর্ট

খড় দিয়ে ছাওয়া গাঁয়ের মাটির বাড়ির ঢঙে ইকো-ফ্রেন্ডলি কটেজ। ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। সুইমিং পুল। মাল্টি কুইজিন রেস্তোরা।ঁ সেখানে তুলাইপাঞ্জি চালের ভাত দিয়ে বিভিন্ন বাঙালি পদ থেকে চাইনিজ অর্ডার দিলে সবই পেয়ে যেতেন পর্যটক। সেই ‘কোপাই টু-স্টার ভিলেজ রিসর্ট’ আজ খণ্ডহরে পরিণত হয়েছে! মঙ্গলবার দুপুরে বোলপুর-সিউড়ি রাস্তার উপর পাড়ুই থানার কেন্দ্রডাঙালের কাছে সারদার এই রিসর্টে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সারদার কোপাই রিসর্টে ইডি-র তদন্তকারীরা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

সারদার কোপাই রিসর্টে ইডি-র তদন্তকারীরা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

বিশ্বজিৎ রায়চৌধুরী
বোলপুর শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০৩:৪৬
Share: Save:

খড় দিয়ে ছাওয়া গাঁয়ের মাটির বাড়ির ঢঙে ইকো-ফ্রেন্ডলি কটেজ। ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। সুইমিং পুল। মাল্টি কুইজিন রেস্তোরাঁ। সেখানে তুলাইপাঞ্জি চালের ভাত দিয়ে বিভিন্ন বাঙালি পদ থেকে চাইনিজ অর্ডার দিলে সবই পেয়ে যেতেন পর্যটক। সেই ‘কোপাই টু-স্টার ভিলেজ রিসর্ট’ আজ খণ্ডহরে পরিণত হয়েছে!

মঙ্গলবার দুপুরে বোলপুর-সিউড়ি রাস্তার উপর পাড়ুই থানার কেন্দ্রডাঙালের কাছে সারদার এই রিসর্টে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই বন্ধ হয়ে গিয়েছিল বিলাসবহুল এই রিসর্ট। তার পর থেকে কার্যত পড়ে থেকেই নষ্ট হয়ে গিয়েছে সারদার কোটি টাকার এই সম্পত্তি। ভেতরের যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গিয়েছে। এ দিনই আবার সিউড়ি আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে সুদীপ্ত সেন অভিযোগ করেন, সারদার বিভিন্ন সম্পত্তি লুঠ হয়ে যাচ্ছে। কিছুই করা হচ্ছে না। বলেন, “কোপাই রিসর্ট আমি কী ভাবে বানিয়েছিলাম, আর বর্তমানে তার কী হয়েছে, তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন!”

ইডি ও স্থানীয় সূত্রের খবর, ২০১২ সালে সুদীপ্ত সেন কলকাতার এন্টালির বাসিন্দা দেবাশিস সাহার কাছ থেকে ৫ কোটি টাকায় ‘কোপাই ভিলেজ রিসর্ট’ নামে একটি লজ কেনেন। রিসর্টটি প্রায় চার বিঘা জমির উপরে তৈরি। সুদীপ্ত নিজেই অনেকটা তদারকি করে তার আমূল সংস্কার করান। ওই বছরই ৫ ডিসেম্বর ‘কোপাই টু-স্টার ভিলেজ রিসর্ট’ নামে সেটির উদ্বোধন হয়। হাজির ছিলেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন অধ্যক্ষ জনক ঝঙ্কার নারজারি, মনোজ নেগেল, সারদা রিয়্যালটি গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মিতালি বন্দ্যোপাধ্যায়। রিসর্টে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ এবং ১৬টি সাধারণ ঘর ছিল। ২-৩ হাজারের রেঞ্জে ভাড়া পাওয়া যেত। পর্যটকদের বোলপুর স্টেশন থেকে গাড়িতে নিয়ে আসার পরিষেবাও দেওয়া হত। ম্যানেজার অপু দাস-সহ রিসর্টের ২০-২৫ জন কর্মী র সকলেই ছিলেন নদিয়ার লোক। গত বছর ২১ এপ্রিল থেকে রিসর্টে বুকিং বন্ধ হওয়ার পর দিনই কটেজে এসি চালু রেখে ভিতর থেকে তালা ঝুলিয়ে ম্যানেজার-সহ সব কর্মী চম্পট দেন। তালাবন্ধ রিসর্টে খেতে না পয়ে মরতে বসে ৭টি রাজহাঁস, ৪টি কুকুর ও কিছু বিদেশি পাখি। পরে প্রশাসন উদ্ধার করে সেগুলিকে।

এ দিন দুপুর ২টো নাগাদ ইডি-র দুই অফিসার ওই রিসর্টে পৌঁছন। মূল ফটক তালাবন্ধ থাকায় তাঁরা পাশের ভেঙে পড়া তারজালির বেড়ার ফাঁক দিয়ে ঢোকেন। ঘুরে ঘুরে দেখতে শুরু করেন কটেজগুলি। বেশ কিছু ছবিও তোলেন। কয়েক মাস আগেও যেখানে সুসজ্জিত ইন্টেরিয়র ছিল, এ দিন দেখা গেল সে সবই চুরি হয়ে গিয়েছে। এসি, ফ্রিজ, যাবতীয় আসবাব, এমনকী সমস্ত বৈদ্যুতিক তারও উধাও। প্রায় সব ঘরের দরজা-জানলাও চুরি হয়ে গিয়েছে। কটেজের মাটির দেওয়াল বৃষ্টিতে গলে পড়ছে। ঘরের মেঝেতে ছড়িয়ে নেশার সামগ্রীর প্যাকেট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখন এটি অপরাধীদের ঠেক। রাতে অনেককেই ঢুকতে দেখা যায়। রিসর্টের আগের অবস্থা সম্বন্ধে খোঁজ নিয়ে মিনিট পনেরো পর বেরিয়ে যান ইডি কর্তারা। ইডি সূত্রে খবর, রিসর্টটির সম্পত্তির মূল্যায়ন করতেই এসেছিলেন তাঁরা।

সহ প্রতিবেদন: মহেন্দ্র জেনা ও কাজল গুপ্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE