Advertisement
১৯ মে ২০২৪

উপাচার্য বাছাইয়ের দায়িত্বে উপাচার্যেরাই

রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগের জন্য গড়া সার্চ কমিটির তিন সদস্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বারাসত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিন জনের মধ্যে উপাচার্য দু’জন। দু’টি কমিটিতেই রয়েছেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৪:২৪
Share: Save:

রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগের জন্য গড়া সার্চ কমিটির তিন সদস্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বারাসত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিন জনের মধ্যে উপাচার্য দু’জন। দু’টি কমিটিতেই রয়েছেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া। অর্থাৎ উপাচার্যের ইন্টারভিউ নেবেন অন্য উপাচার্যেরাই! শিক্ষা শিবিরের খবর, উপাচার্য নিয়োগের জন্য গড়া সার্চ কমিটিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, সরকার এবং আচার্যের এক জন করে প্রতিনিধি থাকেন। সেখানে অন্তত দু’জন শিক্ষা-বিশেষজ্ঞ থাকা প্রয়োজন। কারণ, ওই কমিটিই নতুন উপাচার্যের তালিকা তৈরি করে আচার্যের কাছে পাঠাবেন। উপাচার্য-পদে কর্মরতদের দিয়ে নতুন উপাচার্য বাছাই করলে মানের প্রশ্ন এবং রাজনীতির অনুপ্রবেশের আশঙ্কা থেকে যায় বলে শিক্ষাবিদদের একাংশের অভিমত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

University Vice-chancellor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE