Advertisement
০৭ মে ২০২৪

তাপস এ বার জেল হাসপাতালে

সিবিআই হেফাজত থেকে জেল হেফাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রোজ ভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল। আপাতত তাঁকে জেল হাসপাতালে রাখা হয়েছে। কাল ফের শরীর পরীক্ষা করে সাংসদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০৪:০৬
Share: Save:

সিবিআই হেফাজত থেকে জেল হেফাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রোজ ভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল। আপাতত তাঁকে জেল হাসপাতালে রাখা হয়েছে। কাল ফের শরীর পরীক্ষা করে সাংসদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।

শুক্রবার ভুবনেশ্বরে বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মিশ্র তাপস পালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত কাল রাতে আচমকা রক্তচাপ কমে যায় এই তৃণমূল সাংসদের। চিকিৎসার পর দ্রুত সুস্থও হয়ে যান তিনি। জেল সূত্রের খবর, আদালতের নির্দেশের পরে তাপসকে ভুবনেশ্বরের ঝাড়পদা জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১ নম্বর সেলে তাঁকে রাখার কথা ছিল। জেলে পৌঁছনোর পরেই তাপসকে দু’টি কম্বল, একটি লোটা এবং একটি থালা দেওয়া হয়। একটু পরে রাতের খাবার হিসেবে রুটি ও ডালমা দেওয়া হয়। কিন্তু সেলের পরিবেশ দেখে খাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের এই তারকা-সাংসদ। দ্রুত তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া।

এ দিন আদালতে তাপসকে আর নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন জানায়নি সিবিআই। রোজ ভ্যালি কাণ্ডে ধৃত আর এক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে মুখোমুখি বসিয়ে তাপসকে জেরা করার পরিকল্পনা ছিল সিবিআইয়ের। কিন্তু তাঁর রক্তচাপ নেমে যাওয়ায় তা হয়নি। গোয়েন্দা সংস্থার বক্তব্য, তাপসকে জেরা করে যা তথ্য পাওয়ার, আপাতত তা সবই পাওয়া হয়ে গিয়েছে। রোজ ভ্যালির সিনে ডিভিশনের পরামর্শদাতা কমিটির ডিরেক্টর হিসেবে যে বেতন তাপস পেতেন, সিবিআইয়ের

দাবি, সেটা বেআইনি। কারণ, রোজ ভ্যালির কাগজপত্র ঘেঁটে অমন কোনও পদের হদিশই পাওয়া যায়নি! সিবিআইয়ের এক অফিসারের কথায়, ‘‘যে পদই নেই, সেই পদের জন্য বেতনটাই তো বেআইনি!’’

এ দিন আদালতে তাপসকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আবেদন করে সিবিআই আইনজীবী বলেন, ‘‘তাপস প্রভাবশালী। তদন্তের প্রয়োজনে ওঁকে আবার সিবিআই হেফাজতে নেওয়া হতে পারে।’’ সাংসদের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tapas Paul Jail Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE