দিনে-রাতে এমন হাড়কাঁপানো ঠান্ডা শেষ কবে পড়েছে, মনে করতে পারছেন না উত্তর ভারতের বহু বাসিন্দা। রাতের তাপমাত্রা তো বাড়ছেই না, তার উপরে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বহু নীচে রয়েছে। হরিয়ানার হিসারে রাতের তাপমাত্রা শূন্যের কাছাকাছি গিয়ে ঠেকেছে! বহু এলাকায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১০-১২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে।
কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গেও শীতের দাপট চলছে। অনেকে বলছেন, রাতে লেপ-কম্বল চাপিয়েও নিস্তার মিলছে না। দিনের বেলাতেও অনেকে টুপি পরে, মাফলার জড়িয়ে রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছেন।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আজ, সোমবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল, মঙ্গলবার তাপমাত্রা আরও সামান্য বেড়ে পৌঁছতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। তাতে শীতের অনুভূতি অবশ্য কমবে না। আবহবিদেরা বলছেন, রাতের তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা কমবে।