Advertisement
০৩ মে ২০২৪
ঘরে বাইরে

পুলিশ যা পারে না

রাতে পুলিশ থানায় ডাকলে বলুন,যাব না। বলছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায়রাতে পুলিশ থানায় ডাকলে বলুন,যাব না। বলছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০২:৩০
Share: Save:

এতদিন হয়তো ভেবে এসেছেন, পুলিশ কী না পারে। জেনে রাখুন, আপনি যদি মহিলা হন, তাহলে কিছু কিছু এমনও কাজ আছে যা পুলিশের করা নিষিদ্ধ। সেগুলো জেনে রাখুন, আর সময়মতো স্পষ্ট জানিয়ে দিতেও ভয় পাবেন না।

সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে, অর্থাৎ অন্ধকার হয়ে গেলে পুলিশ কোনও মহিলাকে গ্রেফতার করতে পারে না। সঙ্গে মহিলা কনস্টেবল নিয়ে এলেও তা পারে না। সুপ্রিম কোর্টের একটি নির্দেশেই এ কথা বলা হয়েছে। যদি কোনও মহিলা কোনও গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন এবং পুলিশ রাতেই তাঁকে গ্রেফতার করতে চায়, তা হলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তার লিখিত অনুমতি নিয়ে, মহিলাকে তা দেখিয়ে তবে গ্রেফতার করতে পারে পুলিশ।

কোনও মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠাতে পারে না পুলিশ। ভারতীয় মহিলাদের এই অধিকার দিয়েছে ফৌজদারি আইনের ১৬০ ধারা। মহিলার বাড়িতে এসে, মহিলা কনস্টেবলের উপস্থিতিতে, এবং আপনার আত্মীয়দের উপস্থিতিতে পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কোনও নির্যাতন বা হয়রানির ঘটনা যদি কোনও মহিলার সঙ্গে ঘটে থাকে, তাকে পুলিশ বারবার থানায় ডাকছে, এমন কখনওই হওয়া উচিত নয়। পুলিশকে স্পষ্ট জানান, প্রশ্ন করতে হলে বাড়িতে আসতে হবে।

যদি কোনও মহিলার উপর হয়রানি, নির্যাতনের ঘটনা ঘটে থাকে, তবে তিনি থানায় এলে কখনওই ফেরাতে পারে না পুলিশ। ‘ওটা আমার এলাকা নয়’ এই অজুহাত দিতে পারে না। সুপ্রিম কোর্টের একটি নির্দেশ বলছে, নির্যাতনের ঘটনা যেখানেই ঘটে থাক, নির্যাতিত মেয়েটি যে কোনও থানায় প্রথম অভিযোগ বা ‘জিরো এফআইআর’ দাখিল করতে পারে। সেই থানা তারপর যথোপযুক্ত থানাকে এফআইআর করার নির্দেশ দেবে। পুলিশকে জানান, এফআইআর নিতেই হবে। না হলে পুলিশ সুপারকে অভিযোগ জানাবেন আপনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE