Advertisement
০২ মে ২০২৪
State news

বেলুড় মঠে চালু হল টয়ট্রেন

বেলুড় মঠে আসা প্রবীণ ও শারীরিক ভাবে অসুস্থ দর্শনার্থীদের জন্য এ বার ব্যাটারি চালিত ট্রয় ট্রেন চালু করল রামকৃষ্ণ মিশন। তবে তিন কামরার ওই ট্রেনের জন্য কোনও রেল লাইন পাততে হয়নি।

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ১৯:৪৯
Share: Save:

বেলুড় মঠে আসা প্রবীণ ও শারীরিক ভাবে অসুস্থ দর্শনার্থীদের জন্য এ বার ব্যাটারি চালিত টয় ট্রেন চালু করল রামকৃষ্ণ মিশন। তবে তিন কামরার ওই ট্রেনের জন্য কোনও রেল লাইন পাততে হয়নি। মঠ চত্বরের রাস্তা দিয়েই চলবে ট্রেন। শনিবার সকালে ওই ট্রেনের সূচণা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ, মঠের ম্যানেজার স্বামী গিরিশানন্দ সহ অন্যান্যরা।
এর আগে অবশ্য প্রবীণ ও শারীরিক ভাবে অসুস্থ দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ চত্বরে ব্যাটারি চালিত টোটো পরিষেবা চালু ছিল। তবে সেই গাড়িতে এক সঙ্গে খুব বেশি হলে ১০ জন যাত্রীকে বসানো যেত। ফলে দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেলে অসুবিধাও হত। রামকৃষ্ণ মঠ ও মিশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ব্যাটারি চালিত ওই ট্রেনে এক সঙ্গে ৫৮ জন মতো সওয়ারী বসতে পারবেন। মূলত মঠ অফিস থেকে নতুন ডাইনিং হল পর্যন্ত যাওয়ার জন্যই এই ব্যাটারির ট্রয় ট্রেন চালু করা হয়েছে। কেননা, মঠ থেকে বেলুড় মঠ জল প্রকল্পের ভিতরে তৈরি হওয়া নতুন ডাইনিং হলের দূরত্ব প্রায় এক কিমি।

আরও পড়ুন: বোতলে জল খাওয়ার দিন শেষ, এ বার খান এইটা

স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘প্রবীণ ও শারীরিক ভাবে অসুস্থ দর্শনার্থীদের এতটা দূরে গিয়ে প্রসাদ পেতে সমস্যা হত। তাই এক সঙ্গে বেশি জনকে নিয়ে যাওয়ার জন্যই এটা চালু করা হল।’’ মঠ থেকে তিন কামরার ট্রেনটি বেরিয়ে গঙ্গার ধার ধরে গিয়ে মিউজিয়ামের সামনে দিয়ে মূল গেটের বাইরে বেরিয়ে ডাইনিং হলে পৌঁছবে। তবে এই পরিষেবার জন্য কোনও মূল্য দিতে হবে না দর্শনার্থীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belur Toy train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE