বিজেপির আজ লালবাজার অভিযান দুপুরে। লালবাজার ঢোকার মূল চারটি বড় রাস্তাই সকাল থেকে পুলিশি চক্রব্যূহে। টি-বোর্ড, বি বি গাঙ্গুলি-ফিয়ার্স লেন সংযোগস্থল, বেন্টিঙ্ক স্ট্রিট-ওয়াটারলু স্ট্রিটের সংযোগস্থল এবং গণেশচন্দ্র অ্যাভিনিউ এর দিক থেকে কোনও মিছিলই এগোতে দেওয়া হবে না। বড় অ্যালুমিনিয়ামের ব্যারিকেড, জল কামান, গ্যাস এবং লাঠিধারী প্রায় ৩০০০ পুলিশ রাস্তায়। লালবাজার ঢোকার ১৯টি গলিতেও শালবল্লার বেড়া দেওয়া হয়েছে।
বড় তিনচে মিছিল আসবে কলেজ স্কোয়্যার, হাওড়া, ধর্মতলার দিক থেকে। এ ছাড়াও নানা দিক থেকে আসবে ছোট ছোট মিছিল। শিয়ালদহ স্টেশন থেকেও প্রচুর বিজেপি কর্মী মিছিল করে আসবেন। ফলে এজেসি বোস রোড, মহাত্মা গান্ধী রোড, গণেশ অ্যাভেনিউ, কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো রাস্তাগুলোয় যানজটের সম্ভাবনা যথেষ্ট। সোমবার বামেদের নবান্ন অভিযানের মতো কোনও অশান্তির পরিস্থিতি তৈরি হলে আরও অনেক রাস্তা যানজটের কবলে পড়তে পারে।
গত সোমবার বামেদের নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মহিলা-বয়স্কদের উপরও নির্বিচারে লাঠি, কাঁদানে গ্যাস প্রয়োগ করেছিল কলকাতা পুলিশ। বাদ যাননি সাংবাদিকেরাও।