Advertisement
২৭ এপ্রিল ২০২৪
দিনহাটায় প্রচারে দিদিই

বাবার ছবি সরিয়ে ফেলছেন উদয়ন গুহ

‘আর বাবা নয়’। এ বার শুধু ‘দিদি’কে সামনে রেখেই ভোট প্রচার করবেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বুধবার উদয়নবাবু জানান, মঙ্গলবার রাতেই কমল গুহের ছবি দেওয়া ফ্লেক্স সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ওই রাতেই ফ্লেক্স সরিয়েও নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০১:৪৯
Share: Save:

‘আর বাবা নয়’। এ বার শুধু ‘দিদি’কে সামনে রেখেই ভোট প্রচার করবেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বুধবার উদয়নবাবু জানান, মঙ্গলবার রাতেই কমল গুহের ছবি দেওয়া ফ্লেক্স সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ওই রাতেই ফ্লেক্স সরিয়েও নেওয়া হয়।

উদয়নবাবু ইতিমধ্যে দিনহাটা কেন্দ্রে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। তাঁর অনুগামীরা শহরের বিভিন্ন প্রান্তে ছবি, ফ্লেক্স দিয়ে ভরিয়ে দিয়েছেন। এমন কিছু ফ্লেক্সে কমল গুহের ছবি থাকা নিয়েই বিতর্ক তৈরি হয়। বিরোধীরা তো বটেই, তৃণমূলের একটি অংশও তা নিয়ে প্রশ্ন তোলেন। কেন উদয়নবাবু ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করে কমল গুহের ছবি ব্যবহার করছেন, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়। ওই ছবি সরিয়ে নেওয়ার প্রবল দাবিও দলের ভিতরে ওঠে। দলের দিনহাটা ১ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি নুর আলম হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সব জায়গায় রাখা দরকার বলে সরব হন। শুধু তাই নয়, রাজ্য নেতৃত্ব ওই কাজ ঠিক হয়নি বলে জানিয়ে দেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত ওই প্রচার নিয়ে সমালোচনা করেন। এর পরেই রাতে উদয়নবাবু ফ্লেক্স খোলার নির্দেশ দেন।

উদয়ন বলেন, “কমল গুহের ছবি ফ্লেক্সে ব্যবহার করার বিষয়টি আমি জানতাম না। ওই দিন বিষয়টি আমার নজরে আসে। অনেকে বিতর্ক তৈরি করেছেন। এটা বিতর্কের বিষয় নয়। অনেকে আবেগে এমনটা করেছেন। রাতেই ওই ছবি সরিয়ে ফেলার জন্য বলা হয়। রাতেই তা সরানো হয়।” তিনি স্পষ্ট জানান, তাঁরা তৃণমূল করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই ভোটের প্রচার করবেন। তিনি আরও বলেন, “অনেকে বলার চেষ্টা করেছেন কমল গুহ আমার পুঁজি। আমার পুঁজি কী তা ভোটে দেখিয়ে দেব।”

যিনি ওই ফ্লেক্স টাঙিয়েছিলেন সেই তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এ দিন স্পষ্ট করে দেন, ছবি দেওয়া ফ্লেক্স সরিয়ে নিলেও কমল গুহকে কখনও তাঁরা মন থেকে সরিয়ে নিতে পারবেন না। তিনি জানান, কমল গুহ তাঁদের হৃদয়ে রয়েছে। তিনি বলেন, “তৃণমূলে আমরা নতুন। তাই অনেক নিয়ম জানি না। আস্তে আস্তে বুঝতে পারছি। কমল গুহের ছবি টাঙানোয় নেতারা বিড়ম্বনায় পড়েছেন। তাঁরা চাইছেন না ওই ছবি থাক। তাই সরিয়ে দেওয়া হয়েছে।” কমলবাবুর ছবি সরিয়ে নেওয়ায় উদয়নবাবুর অনুগামীদের একটি অংশ অবশ্য ক্ষুব্ধ। তাঁদের যুক্তি, কমল গুহ ছিলেন বলেই তো উদয়ন গুহ আছেন। উদয়নবাবু যখন তৃণমূলে যান তখনও তিনি স্পষ্ট জানিয়ে দেন, কমলবাবুর হাত তাঁর মাথার উপরে রয়েছে। তা হলে তাঁর ছবি ব্যবহারে তৃণমূল নেতারা আপত্তি করছেন কেন?

তৃণমূলের পুরনো নেতা-কর্মীরা অবশ্য ফ্লেক্স সরিয়ে নেওয়ায় খুশি। তাঁদের অনেকেই বলেন, “তৃণমূল করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করে কমল গুহের ছবি ব্যবহার করবেন, এটা মানা যায় না।” এদিন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ফ্লেক্স খুলে ফেলার ঘটনা শুনে বলেন, “উদয়নবাবুরা যেটা ভাল মনে করছেন, সেটাই করছেন।”

উদয়নবাবুর ওই ভূমিকায় কটাক্ষ করতে ছাড়েনি তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকও। দলের নেতাদের কথায়, “উদয়নবাবুর প্রকৃত চরিত্র এভাবেই প্রকাশ পাচ্ছে।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি পরেশ অধিকারী বলেন, “এরকমটা শুনতে পাচ্ছি, কমলবাবুর কিছু কিছু ছবি খুলে নিয়েছেন উদয়নবাবুরা। এখনও অবশ্য কিছু ছবি আছে। কমলবাবু আমাদের নেতা। বামপন্থীদের নেতা। উদয়নবাবু তাঁকে ব্যবহার করছেন। ছেলে হওয়ার সুযোগ নিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dinhata Udayan Guha election campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE