Advertisement
E-Paper

ফার্মাসি, স্থাপত্য পড়তেও অভিন্ন প্রবেশিকা

ডাক্তারি পড়ার জন্য দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে সেই ব্যবস্থা চালু হবে আগামী শিক্ষাবর্ষে। সেই সঙ্গে ফার্মাসি, স্থাপত্যবিদ্যা, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এবং পলিটেকনিক পড়ার জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৫

ডাক্তারি পড়ার জন্য দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে সেই ব্যবস্থা চালু হবে আগামী শিক্ষাবর্ষে। সেই সঙ্গে ফার্মাসি, স্থাপত্যবিদ্যা, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এবং পলিটেকনিক পড়ার জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই।

বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে এ কথা জানান অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই-র ভাইস চেয়ারম্যান এমপি পুনিয়া। তিনি জানান, বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ভর্তি-পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।

শহরের একটি পাঁচতারা হোটেলে জেআইএস গ্রুপের এক অনুষ্ঠানে এসে পুনিয়া বলেন, ‘‘২০১৮ শিক্ষাবর্ষ থেকেই এই সব অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হয়ে যাবে। ওই সব বিষয়ের পাঠ্যসূচি কী হবে, এখন তা নিয়ে আলাপ-আলোচনা চলছে।’’ তিনি জানান, কত ছাত্রছাত্রী কোন ভাষায় পরীক্ষা দেবেন, তার সংখ্যা দেখেই বিভিন্ন ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে। ডাক্তারি পড়ার জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় এই রাজ্যের পরীক্ষার্থীরা বাংলায় উত্তর লিখতে পারেন। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, একটি ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ গঠন করে তার মাধ্যমেই সব পরীক্ষা নেওয়া হবে। এ বার ধীরে ধীরে সব পরীক্ষাকে একই ছাতার নীচে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে শিক্ষা মহলের অভিমত।

রাশিয়ার চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে কল্যাণীতে একটি উৎকর্ষ কেন্দ্র খোলা হবে বলে এ দিনের অনুষ্ঠানে জানিয়েছে জেআইএস গ্রুপ। চারটি বিশ্ববিদ্যালয় হল মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, ইনোপলিস ইউনিভার্সিটি, ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এবং রাশিয়ান নিউ ইউনিভার্সিটি। চার বিশ্ববিদ্যালয়েরই প্রতিনিধিরা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিংহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে ডিজিটাল ইন্ডিয়ার মানচিত্রে তুলে ধরার পথে প্রযুক্তিগত এবং শিক্ষণ বিষয়ে সহায়তা করবে রাশিয়ার এই চারটি বিশ্ববিদ্যালয়।’’

Pharmacy Architecture Uniform entrance examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy