ঝড়ের ধাক্কা সামলে উঠতে না-উঠতেই দফায়-দফায় বৃষ্টি। আগের দিন ঝড়ের ধকল যাঁরা সয়ে নিয়েছিলেন, বৃহস্পতিবার টানা বৃষ্টি শুরু হওয়ার পরে তাঁরাও আতঙ্কিত। ফল, হাবরা-অশোকনগরে ত্রাণশিবিরে আশ্রিতের সংখ্যা বাড়ছে।
বাংলাদেশে আছড়ে পড়া ঘূর্ণিঝড় গোমেনের দাপটে দুপুর থেকে কালো মেঘে আকাশ ছেয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দুই ২৪ পরগনা ও নদিয়ার পুব ঘেঁষা এলাকায় প্রভাব পড়েছে আগে। বুধবার সকালে প্রবল ঝড়ে বাড়িঘর ভেঙে, চাল উড়ে, গাছ পড়ে তছনছ হয়ে গিয়েছিল যে হাবরা ও অশোকনগর-কল্যাণগড় এলাকা, সেখানে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঝড়ের পরে চারটি ত্রাণ শিবিরে শ’খানেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। এ দিন বৃষ্টি শুরুর পরে সংখ্যাটা বেড়ে ৩৭০-এ দাঁড়িয়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক মনমীত নন্দা জানান, ত্রাণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বৃষ্টিতে নতুন করে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তবে ভেঙে পড়া ১২০টি বিদ্যুতের খুঁটির অর্ধেক মাত্র দাঁড় করানো গিয়েছে। অনেক জায়গায় গাছ পড়েছে তারের উপরে। সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকার।