Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পুলিশ সক্রিয় হলে এ কাণ্ড হতো না, ক্ষোভ মাখড়ার

চপ-মুড়ি খাওয়ার সময় আছে। বাংলা সিনেমার গানের কলি গুনগুন করারও সময় ছিল বিস্তর। কিন্তু সোমবার সংঘর্ষ থামানোর সময় দেখা মেলেনি পুলিশের বীরভূমের পাড়ুই থানার মাখড়া গ্রাম সরব শুধু এই অভিযোগে। গ্রামবাসীর একটা বড় অংশের ক্ষোভ, গ্রাম থেকে বড়জোর এক কিলোমিটার দূরে হাজির থাকা পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স একটু সক্রিয় হলে তিনটে প্রাণ যেত না।

পাড়ুই হিংসার তৃতীয় বলি তৃণমূল সমর্থক শেখ সোলেমান। সিউড়ি হাসপাতালে। ছবি: দয়াল সেনগুপ্ত

পাড়ুই হিংসার তৃতীয় বলি তৃণমূল সমর্থক শেখ সোলেমান। সিউড়ি হাসপাতালে। ছবি: দয়াল সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা
পাড়ুই শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ০৩:০৫
Share: Save:

চপ-মুড়ি খাওয়ার সময় আছে। বাংলা সিনেমার গানের কলি গুনগুন করারও সময় ছিল বিস্তর। কিন্তু সোমবার সংঘর্ষ থামানোর সময় দেখা মেলেনি পুলিশের বীরভূমের পাড়ুই থানার মাখড়া গ্রাম সরব শুধু এই অভিযোগে। গ্রামবাসীর একটা বড় অংশের ক্ষোভ, গ্রাম থেকে বড়জোর এক কিলোমিটার দূরে হাজির থাকা পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স একটু সক্রিয় হলে তিনটে প্রাণ যেত না।

২০০৭ সালে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেই সিপিএম নন্দীগ্রাম ‘পুনদর্খল’ করে বলে অভিযোগ ছিল সে সময়ের বিরোধী দল তৃণমূলের। সাত বছর পরে শাসক তৃণমূলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে অন্যতম বিরোধী দল বিজেপি।

বিজেপি সমর্থক শেখ তৌসিফের পেটে বিঁধেছে গুলি। নিহত ওই তরুণের দাদা শেখ সাবির আলির অভিযোগ, “পুলিশ চেষ্টা করলে আমাদের গ্রামে যারা হামলা করতে ঢুকেছিল, তাদের সবাইকে ধরতে পারত। যে লোকগুলো বোমা-বন্দুক নিয়ে ঢুকেছিল, তাদের অস্ত্র কেড়ে নিতে পারত! একটা কাজও ওরা করেনি।” গ্রামের বাসিন্দা শেখ আজহার, শেখ জালেনুর, শেখ লালুদের ক্ষোভ, “পুলিশ এ দিন দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে। ওরা সংঘর্ষ থামাবে কী করে? ওরা তো চপ-মুড়ি খাচ্ছিল। আর গুনগুন করে গান গাইছিল।”

এক ধাপ এগিয়ে গ্রামবাসীদের একাংশ দাবি করেছেন, এ দিন গ্রামে তৃণমূলের লোকেদের হামলা চালানোয় সুবিধা করে দিতেই এসেছিল পুলিশ। তাঁদের যুক্তি, মাখড়া যে পঞ্চায়েত এলাকায় পড়ে, সেই মঙ্গলডিহিতে রবিবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। পাড়ুই থানার ওসি আক্রান্ত হওয়ার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ মাখড়া গ্রামে তল্লাশি অভিযান চালায়। তখনই গ্রামের পুরুষদের একটা বড় অংশ গ্রাম থেকে পালায়। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশির পরে মাখড়ার দক্ষিণপাড়ার ক্যানালের পাড়ে চলে যায় পুলিশ। সেই সময় অন্তত শ’দেড়েক সশস্ত্র লোক গ্রামে ঢুকলেও পুলিশ তাদের বাধা দেয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাই বলছেন, “ঘটনাক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে, পুলিশ কেন আমাদের গ্রামে এসেছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি সমর্থক পরিবারের একাধিক মহিলা ও তরুণীর অভিযোগ, “তৃণমূলের লোকেরা আমাদের কাউকে ধর্ষণ করার হুমকি দিয়েছে। কারও বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করেছে। মুড়িমুড়কির মতো বোমা মেরেছে। পুলিশ সব দেখেও ঠেকাল না কেন?”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি-র তরফে পাল্টা প্রতিরোধ শুরু হতেই বোমাবাজির তীব্রতা বাড়ে। পুলিশের গাড়ির কাছেই একটি বোমা ফাটে। তখনই পুলিশবাহিনী মাখড়া থেকে পিছু হটে মদনডাঙা-মাঝিপাড়া মোড়ে দাঁড়ায়। সেখানে র্যাফ, কমব্যাট ফোর্স এবং রাজ্য পুলিশের মিলিত বাহিনী প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়েই ছিল। কারণ জানতে চাওয়া হলে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ রায় বলেন, “এ নিয়ে মন্তব্য করব না।” ঘণ্টা তিনেক পরে বোমাবাজি থামতে পুলিশবাহিনী গ্রামে ঢুকে তিন তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

এই পরিস্থিতি হলো কেন? ডিআইজি (বর্ধমান রেঞ্জ) ত্রিপুরারি বলেন, “যা বলার, জেলার পুলিশ সুপার বলবেন।” পুলিশ সুপার অলোক রাজোরিয়া ফোন ধরেননি। তবে পুলিশের নিচুতলার আধিকারিকদের একাংশ ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। তাঁদের বক্তব্য, বোমা-গুলি-পাথর-ইটের মুখে পড়তে হয় নিচুতলার কর্মীদেরই। অথচ, তাঁদের প্রয়োজনীয় পরিকাঠামোগত সাহায্যও দেওয়া হয় না, জোগানো হয় না বাড়তি সাহস বা মনোবলও। আবার উঁচুতলার অফিসারদের কেউ কেউ রাজনৈতিক নেতাদের (বিশেষ করে ক্ষমতাসীনদের) তুষ্ট করতে ব্যস্ত। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকলেও নিচুতলার কর্মীদের কাজ করতে পারেন না। তাঁদের বক্তব্য, “এই পরিস্থিতিতে এ ধরনের সংঘর্ষ ঠেকাতে গেলে দেখবেন আমাদের লাশ পড়বে।”

পুলিশকর্মীদের একটা অংশ আবার মনে করিয়ে দিচ্ছেন, শাসক দলের বিরুদ্ধে একাধিক বার পুলিশের উপরেও হামলার অভিযোগ উঠেছে। পাড়ুই থানার ওসি অবশ্য সম্প্রতি বিরোধী বিজেপির হাতেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। কিন্তু তার আগে চলতি বছর জুলাইয়ে খয়রাশোলের লোকপুর ফাঁড়িতে তৃণমূলের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। তার আগের মাসেই দুবরাজপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে মারাত্মক জখম হন দুবরাজপুর থানার তরুণ এসআই অমিত চক্রবর্তী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই ঘটনাতেও অভিযোগের তির ছিল শাসক দলের নেতা-কর্মীদের দিকেই। গত ৩ সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে বোলপুর থানায় ঢুকে ডিউটি অফিসারকে মারধর করার অভিযোগ ওঠে বীরভূম জেলা যুব সভাপতি সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে। তিনি এখনও অধরা। এই সূত্র ধরেই থানা স্তরের একাধিক অফিসারের স্বীকারোক্তি, শাসক দলের বিরোধিতা করতে গিয়ে বিপদ বাড়ার সম্ভাবনা আছে মনে করেও নিষ্ক্রিয় হয়ে যান অনেক পুলিশকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE