Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ক্রীড়াকে যৌথ তালিকায় দিতে আপত্তি রাজ্যের

পশ্চিমবঙ্গ চায়, ক্রীড়া রাজ্য তালিকায় যেমন আছে, তেমনই রাখতে হবে। কেন্দ্রকে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

জগন্নাথ চট্টোপাধ্যায়
মুম্বই শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০৪:০২
Share: Save:

কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজন যখন নজর কেড়েছে, তখনই ক্রীড়াকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যৌথ তালিকায় নিয়ে আসতে উদ্যোগী হল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে মতামত জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে। বুধবার নবান্ন সূত্রে খবর, এ ধরনের চেষ্টা কোনও মতেই সমর্থন করা হবে না। পশ্চিমবঙ্গ চায়, ক্রীড়া রাজ্য তালিকায় যেমন আছে, তেমনই রাখতে হবে। কেন্দ্রকে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে।

রাজ্য তালিকায় থাকার ফলে খেলাধুলো সংক্রান্ত নীতি নির্ধারণ থেকে শুরু করে সব কিছুই এখন ঠিক করে রাজ্য সরকার। ১৯৮৮ সালে এক বার ক্রীড়াকে যৌথ তালিকায় নেওয়ার চেষ্টা হয়েছিল। তা কার্যকর হয়নি। পরে ২০০৯ সালে আরও এক বার এই সংক্রান্ত আইন সংশোধনে উদ্যোগী হয় কেন্দ্র। তখনও রাজ্যগুলির সঙ্গে আলোচনায় ঐকমত্যে পৌঁছনো যায়নি। এখন আবার মোদী সরকার একই চেষ্টায় নেমেছে। রাজ্যগুলির মতামত জানার পরে প্রয়োজনে আইন সংশোধনের জন্য সংসদে বিল আনতে হবে।

যৌথ তালিকায় এলে ক্রীড়া ক্ষেত্রে নীতি নির্ধারণ, অর্থ বরাদ্দ, নজরদারি সবকিছুতেই কেন্দ্রীয় হস্তক্ষেপ থাকবে। পশ্চিমবঙ্গের আপত্তি এই জায়গায়। রাজ্য সরকার মনে করে, কেন্দ্র এ ভাবে নজরদারি, খবরদারি চালানোর পথ পরিষ্কার করতে চায়। বিশ্বকাপ ফুটবল আয়োজনে পশ্চিমবঙ্গের ‘সাফল্যে’র পরে কেন্দ্র আরও বেশি করে এই কাজ করতে চাইছে। অনূর্ধ্ব ১৭-এর পরে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের খেলাও কলকাতায় করানোর জন্য ইতিমধ্যেই ফিফাকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ওই খেলার জন্য কলকাতাকে বেছে নেওয়া হবে বলে নবান্ন আশাবাদী। এই অবস্থায় ক্রীড়া যৌথ তালিকায় গেলে রাজ্যের ভূমিকা অনেকটাই খর্ব হবে। সব মিলিয়ে তাই পশ্চিমবঙ্গ কেন্দ্রের ওই প্রস্তাবে আপত্তি জানিয়ে দিল্লিতে চিঠি পাঠাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE