Advertisement
২৭ এপ্রিল ২০২৪

স্কুল-তথ্য দিতে নতুন পোর্টাল

এ দিন কয়েকটি মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৪
Share: Save:

পশ্চিমবঙ্গের ৬৫ হাজার স্কুল, দেড় কোটি পড়ুয়া, সাড়ে চার লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে এক জায়গায় নিয়ে এল শিক্ষা দফতরের ওয়েব পোর্টাল ‘বাংলার শিক্ষা’। মঙ্গলবার সল্টলেকে রবীন্দ্র ওকাকুরা ভবনে এই পোর্টালের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পোর্টাল চালু করলেই হবে না। ঠিকমতো আপডেটও করা চাই।’’

পার্থবাবু জানান, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন ‘বাংলার মুখ’ নামে একটা ওয়েব পোর্টাল চালু হয়েছিল। কিন্তু কিছু দিন পরেই সেটি আর আপডেট হত না। ‘বাংলার শিক্ষা’ নামে নতুন ওয়েব পোর্টালের ক্ষেত্রে যাতে সেটা না-হয়, সেই বিষয়ে সতর্ক করে দেন মন্ত্রী। জানান, যদি আগের অবস্থা হয়, তা হলে এ দিন যেমন প্রশংসা করলেন, তখন তিরস্কারও করবেন। পোর্টালটি আপাতত দু’মাস শিক্ষা দফতরের পর্যবেক্ষণে থাকবে। তার পরে সেটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলির যাবতীয় তথ্য থাকবে ওই পোর্টালে।

এ দিন কয়েকটি মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। স্কুলের মিড-ডে মিল, শিক্ষক-শিক্ষিকাদের বেতন সংক্রান্ত তথ্য, ক্লাসরুম ম্যানেজমেন্ট, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতের আদানপ্রদান, জেলা স্কুল পরিদর্শকদের কর্মপদ্ধতি— প্রতিটির জন্য চালু হল আলাদা আলাদা অ্যাপ। সবশেষে জেলা স্কুল পরিদর্শকদের হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী পার্থবাবু জানান, এই সব অ্যাপ যেন পড়ে না-থাকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee App Website
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE