Advertisement
২৭ এপ্রিল ২০২৪
West Bengal

West Bengal Municipal Elections 2022: ২৭ ফেব্রুয়ারি আরও ১০৮ পুরসভায় ভোট, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন দফতর

ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৭ key status

এই বছরের ১ জানুয়ারি-র ভোটার তালিকা মেনে ভোট হবে

হাওড়ার ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক করা হবে। তার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৩ key status

বৃহস্পতিবার বৈঠক জেলাশাসক এবং পুলিশ সুপার-দের সঙ্গেও

ওই বৈঠকের পর প্রচারের সময় বাড়ানো হতে পারে। বৈঠকে গণনার দিন নিয়ে আলোচনা করা হবে বলেও মনে করা হচ্ছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩১ key status

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে

ইভিএমে ভোট হবে। পাশাপাশি কোভিড-বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা রয়েছে।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩০ key status

ভোটগ্রহণ হবে না দক্ষিণ দমদমের একটি ওয়ার্ডে

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে অসুবিধা রয়েছে। তাই সেটি বাদ রেখে নির্বাচন হবে ওই পুরসভায়।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৫ key status

জনসভা করার ক্ষেত্রে আনা হল নতুন নিয়ম

খোলা জায়গায় জনসভায় ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। অডিটোরিয়ামে ২০০ লোক।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:২২ key status

রাজ্য নির্বাচন দফতরের সাংবাদিক বৈঠক শুরু হল

বৃহস্পতিবার সকাল ১১টা ২০ নাগাদ সাংবাদিক বৈঠক শুরু। ১০৮টি পুরসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হল।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:২০ key status

বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হবে।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। স্ক্রুটিনি করা হবে ১০ ফেব্রুয়ারি। তোলা যাবে ১২ ফেব্রুয়ারি।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৭ key status

আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু

তবে এখনও গণনার দিন জানানো হয়নি রাজ্য নির্বাচন দফতরের তরফ থেকে। আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু হবে।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৩ key status

জেলা পুর নির্বাচন অধিকর্তা ও জেলাশাসকদের নির্বাচনের তারিখ জানিয়ে চিঠি দফতরের

রাজ্য নির্বাচন দফতরের সচিবের তরফে জানানো হল ১০৮ পুর নির্বাচন কেন্দ্রেগুলিতে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারী।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৫ key status

আগেই সব রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিল।

 ১০৮ পুরসভার ভোটকে সামনে রেখে বুধবার রাজ্য নির্বাচন দফতরের ডাকা সর্বদল বৈঠকে ভিন্ন ভিন্ন দাবি জানািয়েছিল তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৮ key status

আগামী ২৭ ফেব্রুয়ারিই রয়েছে ১০৮ পুরসভার ভোট।

তার আগে আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে পুর ভোট হওয়ার কথা জানানো হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE