Advertisement
১৭ মে ২০২৪

প্রশাসনেও বাংলা চাই, আবেদন মুখ্যমন্ত্রীকে

সত্তরের দশকে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছিল, সব ধরনের সরকারি ফর্ম ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাতেও ছাপাতে হবে।

চন্দ্রপ্রভ ভট্টাচার্য
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৭
Share: Save:

ষাটের দশক থেকে প্রায় প্রতি দশকেই সরকারি কাজে বাংলা ভাষার নিবিড় ব্যবহারের নির্দেশিকা দিয়ে আসছে রাজ্য সরকার। তবু হাসপাতালের টিকিট, জন্ম ও মৃত্যুর শংসাপত্র-সহ বহু প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে বাংলার ব্যবহার এখনও তলানিতেই। এই অবস্থায় প্রশাসনিক কাজকর্মে বাংলার গুরুত্ব বাড়াতে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

সত্তরের দশকে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছিল, সব ধরনের সরকারি ফর্ম ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাতেও ছাপাতে হবে। নব্বইয়ের দশকে ফের নির্দেশিকায় জানানো হয়, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ছাড়া রাজ্যের সর্বত্র সরকারি চিঠি, নির্দেশ, প্রচারপত্র, বিজ্ঞপ্তিতে বাংলা ব্যবহার আবশ্যিক করা হচ্ছে।

আগের নির্দেশগুলি যে সার্বিক ভাবে বাস্তবায়িত হয়নি, তা স্বীকার করা হয় ২০০০ সালের নির্দেশিকায়। ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি থেকে গোটা রাজ্যে বাংলাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার কথা উল্লেখ করে ২০০৪ সালে আবার একটি নির্দেশিকা দেয় সরকার। তাতে সরকারি, আধা-সরকারি ও স্বশাসিত সংস্থার অফিসে সাইনবোর্ড, নামফলক, লেটারহেড, ভিজিটিং কার্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। আদেশনামা, বিজ্ঞপ্তি, হাসপাতালের টিকিট, ফর্ম, থানার ডায়েরি, সরকারি বাসের টিকিট— সব কিছুতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছিল। মন্ত্রিসভার নথিতে অবশ্য দীর্ঘদিন ধরেই ইংরেজির সঙ্গে বাংলা ব্যবহার করা হয়। এখন তা হচ্ছে পুরসভা-পঞ্চায়েতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE