মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন শুক্রবার। সে দিন থেকেই মুকুলকে ‘চাপে’ ফেলতে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা বলছে বিজেপি। সবচেয়ে বেশি সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শুক্রবারই বলেছিলেন, ‘‘মুকুল রায়কে দিয়ে যা শুরু হল, তা দলত্যাগ বিরোধী আইন মেনে হয়নি। দু’মাস হোক, তিন মাস হোক, বিরোধী দলনেতা হিসেবে বাংলায় এই আইন কার্যকর করেই ছাড়ব আমি।’’
কিন্তু সেটা সহজ নয় বলেই মনে করছে তৃণমূল। দলের এক প্রবীণ বিধায়কের বক্তব্য, ‘‘দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র স্পিকার। কার বিরুদ্ধে এবং কবে তিনি পদক্ষেপ করবেন সবটাই তাঁর সিদ্ধান্তের উপরে নির্ভর করছে।’’ বস্তুত, সেটা যেমন বিধানসভার ক্ষেত্রে সত্যি, তেমনই সত্যি লোকসভার ক্ষেত্রেও। ফলে শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজ করার যে আর্জি তৃণমূল লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জানিয়েছে, তার ভবিষ্যৎও নির্ভর করছে বিড়লার উপরেই। প্রসঙ্গত, স্পিকারের ওই সিদ্ধান্ত নেওয়ার উপর কোনও সময়সীমা নেই।
তবে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিশির-সুনীলের বিষয়ে তাঁরা স্পিকারকে বহু ‘তথ্যপ্রমাণ’ দিয়েছেন। বিজেপি-র শীর্ষনেতাদের আলিঙ্গন করার ছবি, ভিডিয়োও জমা দিয়েছেন। তাঁদের আশা, লোকসভার স্পিকার ওই বিষয়ে ‘সদর্থক’ ভূমিকা পালন করবেন।