Advertisement
১১ মে ২০২৪

মহিলা ফুটবলে লিগের খেলা শুরু

শুরু হল মহিলা ফুটবল লিগ। শনিবার গড়বেতা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। লিগের উদ্বোধন করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক তথা মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি অমিতাভ দত্ত। উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা কমিটির সহ-সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশিস চক্রবর্তী, গড়বেতার বিডিও বিমলকুমার শর্মা, গড়বেতা থানার ওসি হীরক বিশ্বাস প্রমুখ।

রবিবার গড়বেতা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী খেলা।

রবিবার গড়বেতা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী খেলা।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০১:০৫
Share: Save:

শুরু হল মহিলা ফুটবল লিগ। শনিবার গড়বেতা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। লিগের উদ্বোধন করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক তথা মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি অমিতাভ দত্ত। উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা কমিটির সহ-সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশিস চক্রবর্তী, গড়বেতার বিডিও বিমলকুমার শর্মা, গড়বেতা থানার ওসি হীরক বিশ্বাস প্রমুখ। লিগের উদ্বোধন ঘিরে এলাকায় সাড়াও পড়ে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভালুকবাসা আদিবাসী বাছরা বায়ার এবং বিবেকানন্দ ইয়ং স্টার ক্লাব। টাইব্রেকারে জেতে ভালুকবাসা।

খেলা শুরুর আগে মহিলা খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক অমিতাভ দত্ত।

এখন গ্রামেগঞ্জে মেয়েদের মধ্যে ফুটবল খেলায় উত্‌সাহ বেড়েছে। পরিস্থিতি দেখে এ বারই প্রথম মহিলা ফুটবল লিগ চালু করার সিদ্ধান্ত নেয় মেদিনীপুর মহকুমা (সদর) ক্রীড়া সংস্থা। মোট ১২টি দল খেলবে। তবে আগ্রহ দেখিয়েছিল ২৬টি দল। মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ বলেন, “এ বার ১২টি দল নিয়ে মহিলা ফুটবল লিগ হচ্ছে। পরের বছর দল সংখ্যা বাড়ানো হতে পারে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” উদ্যোক্তাদের বক্তব্য, গত কয়েক বছরে জেলায় মহিলা খেলোয়াড়ের সংখ্যা বেশ বেড়েছে। গ্রামেগঞ্জে ফুটবল নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। লিগ চালুর ফলে খুদে খেলোয়াড়রা উপকৃত হবে। গড়বেতা থেকে শুরু হল। এরপর শালবনি, কেশপুর, মেদিনীপুরেও খেলা হবে। মেদিনীপুর, শালবনিতে স্টেডিয়াম রয়েছে। কেশপুরে খেলা হবে কলেজ মাঠে। এখন জেলার নানা এলাকায় মহিলা ফুটবল ক্যাম্প হয়। যেখানে খুদেদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্বভাবতই লিগ চালুর ফলে অনেক প্রতিভা সামনে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। পাশাপাশি, মহিলা খেলোয়াড়রা উত্‌সাহিত হবে। আজ, রবিবার লিগের দ্বিতীয় খেলা হবে গড়বেতাতেই। মুখোমুখি হবে কেনকানালি অ্যাথলেটিক্স ক্লাব এবং এ বি স্কোয়ার আর খেরোয়াল গাঁওতা। গড়বেতায় এই লিগের পরিচালন কমিটির আহ্বায়ক তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয় রায় বলেন, “সুষ্ঠু ভাবে খেলার আয়োজন করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই করা হয়েছে।”

ছবি: সৌমেশ্বর মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medinipur Women football league Joy Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE