চন্দননগর স্ট্রান্ডে জোড়া ঘাটের সামনে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
বারাসতের ডাকবাংলো মোড়ে জমায়েত। বুধবার মধ্যরাতে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গলা মেলালো কামদুনি প্রতিবাদী মঞ্চ। উপস্থিত ছিলেন টুম্পা কোয়াল, মৌসুমী ঘোষ-সহ অনেকেই।
বসিরহাটের ইটিন্ডা রোডের বোর্ড ঘাটে রাস্তা অবরোধ করে রাত জাগা কর্মসূচি শুরু করলেন মেয়েরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে তাঁদের কর্মসূচি চলছে ।
প্রতিবাদ মেদিনীপুর শহরেও। বুধবার রাত ৯টা থেকে শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বেলে শুরু হয় মিছিল। ‘আরজি করের ঘটনার বিচার চাই’ স্লোগান তোলা হয়। কর্মসূচি রাত ১২টায় শেষ হওয়ার কথা।।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy