Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নির্দেশ বদলে পুলিশি মামলা দত্ত-কোর্টেই

কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতির বিচার্য-বদল হয়েছিল শুক্রবার। তার চার দিনের মাথায়, সোমবার ফের এক দফা বদল হল। এবং তাতে কোনও বিচারপতি ফিরে পেলেন আগেকার মামলা। আবার কোনও বিচারপতি ফিরে গেলেন আগের ডিভিশন বেঞ্চে। এত অল্প সময়ের মধ্যে বিভিন্ন মামলায় কেন এমন বদলাবদলি, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০৩:১৩
Share: Save:

কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতির বিচার্য-বদল হয়েছিল শুক্রবার। তার চার দিনের মাথায়, সোমবার ফের এক দফা বদল হল। এবং তাতে কোনও বিচারপতি ফিরে পেলেন আগেকার মামলা। আবার কোনও বিচারপতি ফিরে গেলেন আগের ডিভিশন বেঞ্চে। এত অল্প সময়ের মধ্যে বিভিন্ন মামলায় কেন এমন বদলাবদলি, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র সোমবার সিদ্ধান্ত নেন, বিচারপতি দীপঙ্কর দত্তের বদলে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি-সক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি সোমবার থেকে শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দীর্ঘদিনের সদস্য বিচারপতি বাগচী স্বতন্ত্র বেঞ্চে বসবেন। বিচারপতি দত্তের এজলাসে চলবে ‘রেসিডুয়াল’ বা বিবিধ বিষয়ের মামলা। আর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রঞ্জিতকুমার বাগ।

নির্দেশ অনুযায়ী সোমবার সকালে বিচারপতি দত্ত তাঁর কাছে থাকা পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি-সক্রিয়তার মামলাগুলি পাঠিয়ে দিচ্ছিলেন বিচারপতি বাগচীর বেঞ্চে। বিচারপতি বাগও আধ ঘণ্টার জন্য প্রধান বিচারপতির বেঞ্চে বসেন। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতিটা বদলে যায়। প্রধান বিচারপতি শুক্রবারের নির্দেশ ফের বদলে দেন। এবং নতুন ব্যবস্থা অনুযায়ী পুলিশি মামলাগুলি আজ, মঙ্গলবার থেকে আবার চলে যাচ্ছে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। এবং বিচারপতি বাগচী ফের বসবেন প্রধান বিচারপতির সঙ্গেই।

বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মধ্যমগ্রাম ধর্ষণ, দত্তপুকুর ধর্ষণ, বালির তপন দত্ত খুনের মতো বেশ কয়েকটি পুলিশি নিষ্ক্রিয়তার মামলার শুনানি চলছিল। এ দিন আদালতের কাজ শুরু হতেই বিচারপতি দত্ত সেই সব মামলা ছেড়ে দিতে থাকেন। নির্দিষ্ট বেঞ্চে সেগুলো পাঠানোর কাজ শুরু হয়। বিচারপ্রার্থীরা সমস্যায় পড়েন। তাঁদের কয়েক জন বিচারপতি বাগচীর এজলাসে ভিড় করেন। সেখানে তাঁরা শোনেন, নির্দেশ বদলে দিয়েছেন প্রধান বিচারপতি। আগের মতোই ওই সব মামলা শুনবেন বিচারপতি দত্ত। ওই বিচারপ্রার্থীরা ফের বিচারপতি দত্তের এজলাসে যান। এক তরুণ আইনজীবীর মৃত্যুতে তত ক্ষণে এ দিনের মতো বন্ধ হয়ে গিয়েছে আদালতের কাজ।

কয়েক জন বিচারপতি তার কিছু পরে প্রধান বিচারপতির কাছে যান। হাইকোর্ট সূত্রের খবর, তাঁরা আবেদনকারীদের হয়রানির কথা বলেন প্রধান বিচারপতিকে। তাঁদের মূল বক্তব্য, এ দিন বিচারপতি দত্ত অনেক পুলিশি মামলাই নির্দিষ্ট বিচারপতির কাছে পাঠিয়েছেন। সেই সব মামলা আবার বিচারপতি দত্তের এজলাসে ফেরানোর কাজটা যে-পদ্ধতিতে করতে হবে, তা অত্যন্ত জটিল। তার ফলে ওই সব মামলার আবেদনকারীদের হয়রান হতে হবে।

এমনিতেই বিচারপতির অভাব-সহ নানান সমস্যায় আবেদনকারীদের দিনের পর দিন আদালতে ঘুরে বেড়াতে হচ্ছে বলে ওই বিচারপতিরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তার উপরে চার দিনের মধ্যে দু’বার বেঞ্চ বদলের ফলে তাঁদের হয়রানি বাড়াবে বলেই প্রধান বিচারপতিকে জানানো হয়।

কিন্তু এক নির্দেশ কার্যকর হতে না-হতে এ ভাবে ফের প্রধান বিচারপতির নির্দেশ বদল কেন?

সরাসরি জবাব মেলেনি। হাইকোর্টের খবর, সকালে আদালত বসার পরেই প্রধান বিচারপতির কাছে খবর যায়, গরমের ছুটির আগে হঠাৎ এই বেঞ্চ বদলের নির্দেশে আইনজীবীদের অনেকেই ক্ষুব্ধ। তাঁদের কেউ কেউ বলেন, কোনও বিচারপতির বিচার্য বদলে দেওয়ার সময় পুরোটাই অন্য কোনও বিচারপতির এজলাসে পাঠানো হয়। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্তের ক্ষেত্রে তা হয়নি। শুধু পুলিশি মামলাগুলি পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি বাগচীর বেঞ্চে। বিবিধ বিষয়ক মামলা বিচারপতি দত্তের এজলাসেই থেকে যায়। আইনজীবীরা এই ব্যতিক্রমের যুক্তি খুঁজে পাননি। তার পরেই প্রধান বিচারপতির নতুন নির্দেশ আসে, বিচারপতিদের বিচার্য শুক্রবারের অবস্থাতেই থাকছে।

এ দিন সকাল থেকেই অনেক আইনজীবী প্রধান বিচারপতির আদালতে মামলা করবেন না বলে মনস্থ করে ফেলেছিলেন। আজ, মঙ্গলবার থেকে প্রধান বিচারপতির এজলাসে যাবেন না বলে প্রকাশ্যে ঘোষণাও করেন তাঁদের অনেকে। হাইকোর্ট সূত্রের খবর, কয়েক জন বিশিষ্ট আইনজীবী বেশ কিছু দিন ধরে প্রধান বিচারপতির এজলাসে মামলা লড়ছেন না। তবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির কোর্ট বয়কটের সিদ্ধান্ত নেয়নি বলে এ দিন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক রানা মুখোপাধ্যায়।

আইনজীবীদের একাংশের মত, কোনও আইনজীবী যদি মনে করেন যে, তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা লড়বেন না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। অনেক আইনজীবী কোনও কোনও বিচারপতির ঘরে মামলা করেন না, এমন নজির আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dipankar dutta joymalya bagchi highcourt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE