Advertisement
১৭ মে ২০২৪

শীত-ছুটিতে কলেজে বসে দেখতে হবে পার্ট-১ খাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ান জেনারেল পরীক্ষার ফল কবে বেরোবে, তা নিয়ে সংশয় কাটেনি। এই পরিস্থিতিতে প্রধান পরীক্ষকদের শীতের ছুটিতে কলেজে গিয়ে খাতা দেখার কাজ শেষ করে নম্বর জমা দেওয়ার নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। এ বছরের মধ্যেই পার্ট-১ জেনারেলের ফল প্রকাশ করতে চান তাঁরা। মঙ্গলবার প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০৩:২৩
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ান জেনারেল পরীক্ষার ফল কবে বেরোবে, তা নিয়ে সংশয় কাটেনি। এই পরিস্থিতিতে প্রধান পরীক্ষকদের শীতের ছুটিতে কলেজে গিয়ে খাতা দেখার কাজ শেষ করে নম্বর জমা দেওয়ার নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। এ বছরের মধ্যেই পার্ট-১ জেনারেলের ফল প্রকাশ করতে চান তাঁরা।

মঙ্গলবার প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি জানান, ২৮ ডিসেম্বরের মধ্যে সব বিষয়ের নম্বর বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে প্রধান পরীক্ষকদের। তাঁরা যাতে খাতা দেখার কাজ সম্পূর্ণ করতে পারেন, সেই জন্য ছুটিতে অফিস খোলার রাখার আবেদন জানিয়ে কলেজে কলেজে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের খবর, পরীক্ষকেরা খাতা দেখা জমা দিয়েছেন সম্প্রতি। এ বার তার পুনর্মূল্যায়ন করে নম্বর জমা দেওয়ার কথা প্রধান পরীক্ষকদের। সেই কাজ বাকি আছে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ চেয়েছিলেন, ২৬ ডিসেম্বরের মধ্যে সব নম্বর পেশ করা হোক। কিন্তু তা অসম্ভব বলে জানান প্রধান পরীক্ষকেরা। ঠিক হয়েছে, ২৮ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নম্বর জমা দিতে হবে প্রধান পরীক্ষকদের।

রাজ্য সরকারের নির্দেশে ৩১ জানুয়ারির মধ্যে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট শেষ করতে হবে। লোকসভা ভোটের জেরে পার্ট-১ জেনারেল পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ফল বেরোতেও দেরি হচ্ছে। এর ফলে ছাত্র সংসদের ভোটার তালিকা তৈরি করা যাচ্ছে না। কারণ, কারা পরীক্ষায় পাশ করেছেন আর কারা করেননি, তার উপরে তালিকা নির্ভর করবে। দ্রুত ফলপ্রকাশের দাবিতে শুক্রবার উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে দেখা করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। উপাচার্য জানান, যত দ্রুত সম্ভব ফল বার করা হবে।

মঙ্গলবার প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠকের পরে সহ-উপাচার্য (শিক্ষা) বলেন, “যত দ্রুত সম্ভব ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে। তাই দ্রুত নম্বর জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফেও এই কাজে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE