Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বনিযুক্তি প্রকল্পে মেয়েদের বাড়তি কাজ চান মমতা

কয়েক দিন আগে মন্ত্রিসভার বৈঠকেই স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জের টেনে বুধবার নবান্নে সংশ্লিষ্ট ছ’টি দফতরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করে ওই কাজে গতি আনার নির্দেশ দিলেন তিনি। তাঁর ক্ষোভ, স্বনিযুক্তি প্রকল্পে কাজ তেমন ভাল হচ্ছে না। বিশেষ করে গ্রামীণ মহিলাদের বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও তৎপর করতে চান মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২৭
Share: Save:

কয়েক দিন আগে মন্ত্রিসভার বৈঠকেই স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জের টেনে বুধবার নবান্নে সংশ্লিষ্ট ছ’টি দফতরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করে ওই কাজে গতি আনার নির্দেশ দিলেন তিনি। তাঁর ক্ষোভ, স্বনিযুক্তি প্রকল্পে কাজ তেমন ভাল হচ্ছে না। বিশেষ করে গ্রামীণ মহিলাদের বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও তৎপর করতে চান মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে গত দু’বছর ধরে দেশ জুড়ে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (এনআরএলএম) প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গ্রামীণ মানুষদের স্বনির্ভর হতে সাহায্য করা। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটিই পঞ্চায়েত দফতরের অধীনে ‘আনন্দধারা’ নামে জেলায় জেলায় চালু রয়েছে। এ দিনের বৈঠকে ওই প্রকল্প ছাড়াও গ্রামাঞ্চলে আরও বেশি করে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার ব্যাপারে ছ’জন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

স্বনিযুক্তি ও স্ব-রোজগার বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, মুখ্যমন্ত্রী এ দিন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে কাজ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কোন কোন দফতরের কী ধরনের কাজ ওই সব গোষ্ঠীকে দেওয়া যায়, তা চিহ্নিত করতে বলা হয়েছে। সর্বশিক্ষা মিশনের আওতায় ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে তার বরাত পায়, মুখ্যমন্ত্রী সে ব্যাপারে উদ্যোগী হতে বলেছেন মন্ত্রীদের। এ ছাড়া বিভিন্ন জেলা হাসপাতালে খাবার সরবরাহের ক্ষেত্রেও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে বলেছেন তিনি। ওই সব গোষ্ঠীর আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা যাতে সহজে ব্যাঙ্কঋণ পেতে পারে, তা-ও দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। এ দিনের বৈঠকের ফল কী হল, তা খতিয়ে দেখার জন্য আগামী মাসে ফের বৈঠক করবেন বলেও মমতা এ দিন মন্ত্রীদের জানিয়েছেন।

গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর কাজ ঠিকমতো হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী কিছু দিন আগে মন্ত্রিসভার বৈঠকে খোদ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেন। তখনই কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে প্রকল্পের দায়িত্ব নিতে বলেন তিনি। এ নিয়ে রাজ্য-রাজনীতিতে জলঘোলা হয়। বেচারামবাবু অবশ্য এ দিনের বৈঠকে ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে বেচারামবাবু বলেন, “পশ্চিম মেদিনীপুরে আমার পূর্বঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে গিয়েছিলাম। তাই মুখ্যমন্ত্রীর এ দিনের বৈঠকে থাকতে পারিনি।”

তবে নবান্ন সূত্রের খবর, বেচারামবাবুকে স্বনিযুক্তি প্রকল্পের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সরকারি ভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই তাঁর এ দিনের বৈঠকে থাকার কথাও ছিল না। ওই বৈঠকে হাজির এক মন্ত্রীর বক্তব্য, মৎস্য, সেচ, স্বাস্থ্য, স্ব-রোজগার, পঞ্চায়েতের মতো ছ’টি দফতরের মন্ত্রীদের নিয়েই মুখ্যমন্ত্রী এ দিন আলোচনা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata self-employed group women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE