Advertisement
১৭ মে ২০২৪

‘স্মার্ট সিটি’র সমীক্ষা রঘুনাথপুর ও সাগরে

উত্তরবঙ্গে জয়গাঁর নাম শোনা গিয়েছিল আগেই। এ বার দক্ষিণবঙ্গের দুটি শহরের নামও রাজ্যের তরফে চূড়ান্ত করা হল রাজ্যের ‘স্মার্ট সিটি’-র তালিকায়। রাজ্যের নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, পুরুলিয়ার রঘুনাথপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সাগর, এই দুটি শহরকে ‘স্মার্ট সিটি’ করার প্রস্তাব রাজ্য দেবে কেন্দ্রের কাছে। দশটি নামের তালিকা তৈরি হচ্ছে। সাতটি নাম এখনও চূড়ান্ত হয়নি। বোলপুর, কল্যাণীর নাম বিবেচনা করা হচ্ছে।

দিবাকর রায়
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ০২:৩৩
Share: Save:

উত্তরবঙ্গে জয়গাঁর নাম শোনা গিয়েছিল আগেই। এ বার দক্ষিণবঙ্গের দুটি শহরের নামও রাজ্যের তরফে চূড়ান্ত করা হল রাজ্যের ‘স্মার্ট সিটি’-র তালিকায়। রাজ্যের নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, পুরুলিয়ার রঘুনাথপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সাগর, এই দুটি শহরকে ‘স্মার্ট সিটি’ করার প্রস্তাব রাজ্য দেবে কেন্দ্রের কাছে। দশটি নামের তালিকা তৈরি হচ্ছে। সাতটি নাম এখনও চূড়ান্ত হয়নি। বোলপুর, কল্যাণীর নাম বিবেচনা করা হচ্ছে।

লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন ক্ষমতায় এলে দেশে একশোটি ‘স্মার্ট সিটি’ তৈরি করবেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন্দ্রীয় বাজেটে সেই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় ৭,৬০০ কোটি টাকা। গত ২ জুলাই দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এ বিষয়ে বৈঠক ডাকে। সেখানে ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সচিব দেবাশিস সেন। সেখানেই রাজ্যের ১০টি শহরকে ‘স্মার্ট সিটি’ করার প্রস্তাব করা হয়েছে।

দেবাশিস সেন জানিয়েছেন, “দক্ষিণবঙ্গের দু’টি এবং উত্তরবঙ্গের একটি জনপদকে স্মার্ট সিটি তৈরির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলি হল পুরুলিয়ার রঘুনাথপুর, দক্ষিণ ২৪ পরগনার সাগর এবং আলিপুরদুয়ারের জয়গা।”ঁ তিনি জানান, এই তিনটি জায়গায় স্মার্ট সিটির পরিকল্পনা তৈরির জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। স্মার্ট সিটির প্রস্তাব করতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে, কেন্দ্রীয় সরকারের তরফে এখনও তার রূপরেখা এখনও দেওয়া হয়নি। তবে মন্ত্রকের সচিব অনিতা অগ্নিহোত্রি রাজ্যকে জানিয়েছেন, খুব শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।

কীসের ভিত্তিতে রাজ্য সরকার এই তিনটি শহরকে নির্দিষ্ট করল? নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, এই তিনটি শহরেই জমি ব্যাঙ্ক রয়েছে। তার ফলে শহরকে আরও ছড়ানো, উপনগরী তৈরি, পরিবহণের পরিকাঠামোর উন্নয়ন করা সরকারের পক্ষে সহজ হবে।

কেন্দ্রের সঙ্গে প্রাথমিক আলোচনায় জানা গিয়েছে, প্রথম বছরে তিনটি শহরের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সমীক্ষার করতে প্রায় ২৫০ কোটি টাকা পাবে রাজ্য। রাজ্য নগরোন্নয়ন দফতর, পরিকল্পনা দফতর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সেই সমীক্ষার কাজ করবেন। সমীক্ষার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। গত ১১ জুলাই জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন দেবাশিসবাবু। পরে তিনি প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন।

জয়গাঁ এলাকায় প্রায় ৮৬ হাজার মানুষ বাস করেন। সেখানে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রায় ৬৬ হাজার। সমীক্ষায় উঠে এসেছে, পরিকল্পনাহীন ভাবে ওই এলাকায় দ্রত হারে শহর বেড়েই চলেছে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ির জমির দামের চেয়েও অনেক ক্ষেত্রে জমির দাম বেশি জয়গাঁতে। কারণ, ভুটান সীমান্তে হওয়ায় ব্যবসা বা চাকরির দিক থেকে জয়গাঁর গুরুত্ব বাড়ছে। তাই ‘নিউ জয়গাঁ’ তৈরির পরিকল্পনাও মাথায় রয়েছে নগরোন্নয়ন দফতরের।

পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় ২৯ হাজার একর জায়গা জুড়ে শিল্পনগরী বা ‘ইন্ড্রাসট্রিয়াল টাউনশিপে’র কাজ চলেছে। সেই প্রকল্পটিকেই ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। সরকারি কর্তারা জানিয়েছেন, তুলনামূলক ভাবে রঘুনাথপুরে জমির দাম এখনও অনেকটাই কম। একর পিছু প্রায় লাখখানেক টাকা। ফলে বিনিয়োগকারীদের কাছে রঘুনাথপুর আকর্ষণীয় হবে। পাশেই রয়েছে আসানসোল শিল্প শহর। ঘন্টা খানেকের দূরত্বে তৈরি হচ্ছে অন্ডালের বিমান নগরী। তাই রঘুনাথপুরকে ‘স্মার্ট সিটি’ করতে সমস্যা হবে না বলেই মনে করছেন নগরোন্নয়ন দফতরের কর্তারা।

রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, “সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য নগরোন্নয়ন দফতরের নির্দেশের অপেক্ষা করছি।” দফতরের মন্ত্রী ও সচিব ইতিমধ্যেই এলাকা ঘুরে গিয়েছেন।

সাগরের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই তৈরি করেছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অভিজিৎ লাটুয়া জানান, “সমীক্ষার কাজ শুরু হয়েছে। ভূমি রাজস্ব দফতর থেকে মানচিত্র সংগ্রহ করা হচ্ছে।” দফতরসূত্রে খবর, বিদেশে কোনও কোনও জায়গায় সমুদ্রের উপর শহরকে যে ভাবে কৃত্রিমভাবে বিস্তৃত করা হয়েছে, সে ভাবে সাগরকেও বাড়ানো যায় কি না, খতিয়ে দেখছে সরকার।

শুধু এই তিন শহর নয়, রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের কাছে রাজারহাট নিউটাউনকে ‘স্মার্ট গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

smart city raghunathpur dibakar roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE