Advertisement
১৮ মে ২০২৪

সারদার জমি নিল ইডি, আজ মলও বাজেয়াপ্ত

জেলায় জেলায় সারদা গোষ্ঠীর সম্পত্তি নিজেদের হাতে নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নদিয়ার চাকদহে ওই অর্থ লগ্নি সংস্থার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। আজ, বৃহস্পতিবার তাদের হুগলির চন্দননগরে একটি শপিং মল বাজেয়াপ্ত করার কথা। সারদা-কর্ণধার সুদীপ্ত সেনই ওই মলের মালিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:২৯
Share: Save:

জেলায় জেলায় সারদা গোষ্ঠীর সম্পত্তি নিজেদের হাতে নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নদিয়ার চাকদহে ওই অর্থ লগ্নি সংস্থার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। আজ, বৃহস্পতিবার তাদের হুগলির চন্দননগরে একটি শপিং মল বাজেয়াপ্ত করার কথা। সারদা-কর্ণধার সুদীপ্ত সেনই ওই মলের মালিক।

ইডি সূত্রের খবর, এ দিনই ওড়িশায় সি-শোর নামে একটি অর্থ লগ্নি সংস্থার ১৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সংস্থার কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। ইডি সূত্রে জানা গিয়েছে, সি-শোর সংস্থার বেশ কিছু জমি ও বাড়ি এ দিন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে ২০০ কিলোগ্রাম রুপোর মুদ্রা এবং দেড় কিলোগ্রাম সোনার মুদ্রা।

এ দিকে, সারদা কেলেঙ্কারিতে অভিযুক্তদের রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার জন্য যে-আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে রাজ্য। বুধবার আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক হারাধন মুখোপাধ্যায়ের এজলাসে এ কথা জানান রাজ্যের আইনজীবী উষারঞ্জন চক্রবর্তী।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে ওই চার জন রাজনৈতিক বন্দির মর্যাদা পাওয়ার জন্য আদালতের কাছে তিন-তিন বার আবেদন করেছিলেন। বিচারক তাঁদের সেই আবেদন বিবেচনার জন্য রাজ্যের কারা দফতরের কাছে পাঠিয়েছিলেন। এ দিন তা মঞ্জুর না-করে বিচারকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারির পরে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু এক সপ্তাহের জন্য প্রাথমিক ভাবে রাজনৈতিক বন্দির মর্যাদা পেয়েছিলেন। পরে তা খারিজ করে কারা দফতর।

গত ১৯ নভেম্বর সারদা রিয়েলটি মামলায় আদালতে পেশ করা চার্জশিটের প্রতিলিপি অভিযুক্তদের আইনজীবীদের দিয়েছিল সিবিআই। ওই দিন চার্জশিটে সাক্ষীদের বয়ানের বিবরণ না-থাকায় অভিযুক্তদের আইনজীবীরা তা নিতে অস্বীকার করেন। এ দিন চার্জশিটের সঙ্গে সাক্ষীদের বয়ানও দেওয়া হয়। বুধবার আলিপুর আদালতে রজত মজুমদার, দেবব্রত সরকার, সন্ধির অগ্রবালকে হাজির করানো হয়। অসুস্থতার কারণে সদানন্দ গগৈ আদালতে হাজির হননি। ধৃতদের ১৪ দিনের জেল-হাজত হয়।

এ দিন নদিয়ার চাকদহ থানার শিমুরালি গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর মৌজায় সারদার সাড়ে ১১ কাঠা জমি অধিগ্রহণ করে ইডি। তার পরে ওই দফতরের কর্মী-আধিকারিকদের নিয়ে শিমুরালি রেল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই জমিটি চিহ্নিত করা হয়। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় সারদার আরও জমি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha scam ed land seize shopping mall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE