Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শীতে ত্বক, চুল ভাল রাখবে মাখন, জেনে নিন কী ভাবে

মাখনের মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন এ থাকার কারণে ত্বকের যত্নে, বিশেষত শিশুদের ত্বকের যত্নে খুব ভাল কাজ করে মাখন। চুলের জন্যও বেশ উপকারী মাখন। কী কী কাজ করে দেখে নিন-

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ১৭:৫৮
Share: Save:

মাখনের মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন এ থাকার কারণে ত্বকের যত্নে, বিশেষত শিশুদের ত্বকের যত্নে খুব ভাল কাজ করে মাখন। চুলের জন্যও বেশ উপকারী মাখন। কী কী কাজ করে দেখে নিন-

ত্বক

১। সূর্যরশ্মি থেকে রক্ষা- সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি ময়াশ্চারাইজ করে মাখন।

২। অ্যান্টিসেপটিক- মাখনের অ্যান্টিসেপটিক গুণ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে। একজিমা, স্ট্রেচ মার্ক, কালো ছোপ দূর করতে পারে মাখন।

৩। অ্যান্টি এজিং- মাখনের ভিটামিন এ ও ভিটামিন ডি ত্বকে পুষ্টি জোগায়। বলি রেখা রুখে দিয়ে স্বাস্থ্য ধরে রাখে।

৪। শিশুদের জন্য- বাচ্চাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়। মাখনের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক না থাকায় শিশুদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিশ্চিন্তে ব্যবহার করা যায় মাখন।

৫। ঠোঁট- শীতে ফাটা ঠোঁটের যত্ন নিতে পারে মাখন। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে, ঠোঁট নরম করে মাখন।

৬। ইলাসটিসিটি- ত্বকের ইলাসটিসিটি ধরে রাখে মাখন। ফলে বয়স কম লাগে দেখতে।

চুল-

৭। স্ক্যাল্প- মাথার তালুর চুলকুনি, খুস্কি দূর করতে সাহায্য করে মাখন। তালুতে মাখন লাগালে আরাম দায়ক অনুভূতি হবে।

৮। ময়াশ্চারাইজার- ভিটামিন এ ও ই থাকার কারণে মাখন খুব ভাল কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলের আর্দ্রতা বজায় থাকে।

৯। চুলের রক্ষা কবচ- মাখনের মধ্যে সামান্য পরিমাণে এসপিএফ রয়েছে। ফলে রোদ থেকে চুল রক্ষা করে মাখন।

১০। নরম- শুষ্ক, ভেঙে যাওয়া চুল নরম করে স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে মাখন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

butter shea butter cocoa butter skin hair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE