Advertisement
২৭ এপ্রিল ২০২৪

৯১৫! কয়েনভুক কচ্ছপ

মানুষের গল ব্লাডার বা কিডনিতে অস্ত্রোপচার করে যেমন বেরোয় পাথর, কচ্ছপের পেটে ছুরি-কাঁচি চালিয়ে বেরোল পাঁচ কিলোগ্রামের কয়েন। সব মিলিয়ে যার সংখ্যা ৯১৫। সোমবার বিরল এই অস্ত্রোপচারটি হয়েছে ব্যাঙ্ককের চুলালংকর্ন হাসপাতালে। কচ্ছপটির নাম ওমসিন। বয়স ২৫ বছর।

আজব: অস্ত্রোপচারের পরে সেই কচ্ছপের সঙ্গে চিকিৎসকরা। ফেসবুক

আজব: অস্ত্রোপচারের পরে সেই কচ্ছপের সঙ্গে চিকিৎসকরা। ফেসবুক

সংবাদ সংস্থা
ব্যাঙ্কক শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৪১
Share: Save:

মানুষের গল ব্লাডার বা কিডনিতে অস্ত্রোপচার করে যেমন বেরোয় পাথর, কচ্ছপের পেটে ছুরি-কাঁচি চালিয়ে বেরোল পাঁচ কিলোগ্রামের কয়েন। সব মিলিয়ে যার সংখ্যা ৯১৫। সোমবার বিরল এই অস্ত্রোপচারটি হয়েছে ব্যাঙ্ককের চুলালংকর্ন হাসপাতালে। কচ্ছপটির নাম ওমসিন। বয়স ২৫ বছর।

চোনবুরি প্রদেশের ছোট পার্কে দু’দশক ধরে বাস ওমসিনের। ওই পার্কে যাঁরা আসতেন, তাঁরা পুকুরে কয়েন ফেলতেন— এই বিশ্বাসে যে, কচ্ছপের যেমন দীর্ঘায়ু হয়, যিনি পয়সা ফেলছেন তিনিও অনেক বছর বাঁচবেন। দর্শনার্থীদের দেওয়া সেই কয়েনই টপাটপ গিলেছে ওমসিন। বছরের পর বছর। তাতেই সে পরিণত হয়েছে একটি জলজ্যান্ত পিগি ব্যাঙ্কে।

ইদানীং ওমসিনের খোলে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। তারপরেই হয় এক্স-রে। এবং তাতেই ধরা পড়ে এই কয়েন-ব্যাধি। চুলালংকর্ন হাসপাতালের সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পশু-চিকিৎসক নান্ত্রিকা চানসু বলছেন, ‘‘দীর্ঘ সাত ঘণ্টা অস্ত্রোপচার করে কয়েন বার করা হয়েছে। ওমসিন এখন স্থিতিশীল। দু’সপ্তাহ সেন্টারে থাকতে হবে।’’ কচ্ছপের এই দুর্গতির জন্য এখন মানুষকে কয়েন না ফেলতে আর্জি জানিয়েছেন হাসপাতালের পশু-চিকিৎসকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tortoise tortoise belly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE