Advertisement
E-Paper

১৮ বছর ধরে একই নম্বরে টিকিট কেটে সাড়ে ১৩ কোটির লটারি পেলেন যুবক

চেষ্টাটা শুরু হয়েছিল বহু বছর আগে। একবার নয়, দু’বার নয়, দীর্ঘ ১৮ বছর ধরে লাগাতার চেষ্টা। শেষে মা লক্ষ্মী যেন প্রসন্ন হলেন। দীর্ঘ দিনের অধ্যবসায়ের ফল মিলল একেবারে সুদ-সহ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১৬:১৯
লটারি পেয়ে উৎফুল্ল মাইকেল ট্র্যান।

লটারি পেয়ে উৎফুল্ল মাইকেল ট্র্যান।

কথায় বলে সবুরে মেওয়া ফলে। এ ক্ষেত্রে যেন তা মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। দীর্ঘ ১৮ বছরের চেষ্টার পর লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়ে খবরের শিরোনামে চলে এসেছেন আমেরিকার এক যুবক।

চেষ্টাটা শুরু হয়েছিল বহু বছর আগে। একবার নয়, দু’বার নয়, দীর্ঘ ১৮ বছর ধরে লাগাতার চেষ্টা। শেষে মা লক্ষ্মী যেন প্রসন্ন হলেন। দীর্ঘ দিনের অধ্যবসায়ের ফল মিলল একেবারে সুদ-সহ। সাড়ে ১৩ কোটি টাকারও বেশি লটারি জিতে মাইকেল ট্র্যান এখন নেট দুনিয়ার হিরো। সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে তাঁর গল্প।

বিষয়টা ঠিক কী? আমেরিকার বয়েজ শহরের বাসিন্দা মাইকেল। তাঁর ছিল লটারির টিকিট কাটার শখ। শহরের পাওয়ারবল লটারি ড্র থেকে টিকিট কাটা শুরু করেন তিনি। কিন্তু কোনও বারই কপালে কিছুই জোটেনি। তাতে অবশ্য হার মানেননি ট্র্যান। ফের টিকিট কাটেন তিনি। সে বারেও হাত ফাঁকা। তারপর আরও একবার, তার পর আবার...। এই করতে করতে কেটে যায় ১৮ বছর। ট্র্যান মনে হয় নিজেও বুঝতে পারেননি কতটা সময় কেটে গিয়েছে। মজার ব্যাপার হল, প্রতি বার একই নম্বরের টিকিট কাটতে থাকেন তিনি। টাকা পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ট্র্যান জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হয়েছে।

পাওয়ারবল লটারি জানিয়েছে, শেষ বার দু’টি টিকিট কেটেছিলেন ট্র্যান। গত শনিবার লটারির ফল বার হওয়ার পর দেখা যায়, প্রথম টিকিটে ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা) পেয়েছেন তিনি। চমক আসে দ্বিতীয় টিকিটে। সেখান থেকে ট্র্যানের লাভ ২০ লক্ষ ডলার! ভারতীয় মুদ্রায় যা সাড়ে ১৩ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন:

এটিই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি! দাম শুনলে চমকে যাবেন

নিল না ইতালি, স্পেনে আশ্রয় ৬২৯ শরণার্থীর

একই নম্বরের দু’টি টিকিটে কী ভাবে এটা সম্ভব হল? পাওয়ারবল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’টি টিকিটের শুধু প্রথম পাঁচটি নম্বরে মিল ছিল। তবে, এত কিছু পরোয়া করছেন না ট্র্যান। তাঁর কথায়, ‘‘রাতে মোবাইলে চোখ রেখেই চমকে যাই। নম্বর মিলতেই লটারির অফিসে ফোন করি। এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না।’’

America Lottery Michael Tran Boise Powerball lottery draw লটারি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy