Advertisement
১৩ সেপ্টেম্বর ২০২৪
Bangladesh Unrest

গড়া হবে অন্তর্বর্তী সরকার, ভাঙচুর বন্ধ করুন, সেনা-পুলিশ গুলি চালাবে না, নির্দেশ দিয়েছি: সেনাপ্রধান

মূল ঘটনা

১৬:১০ সর্বশেষ
ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সাহায্য করা: সেনাপ্রধান
১৬:০৮
আমি আদেশ দিয়েছি, সেনা-পুলিশ কোনও গোলাগুলি চালাবে না: সেনাপ্রধান
১৬:০২
আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা: সেনাপ্রধান
১৬:০১
সোমবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য যাচ্ছি: সেনাপ্রধান
১৫:৫৭
বৈঠকে কারা ছিলেন, কী হল জানালেন সেনাপ্রধান
১৫:৫২
আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন: সেনাপ্রধান
১৫:৪৯
প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন: সেনাপ্রধান
১৫:৪৫
সংঘাতের মাধ্যমে আর কিছু আমরা পাব না: সেনাপ্রধান
১৫:৪৩
ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন: সেনাপ্রধান
১৫:৪০
আপনারা আশাহত হবেন না : সেনাপ্রধান
বাঁ দিকে, শেখ হাসিনা। ডান দিকে, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান।

বাঁ দিকে, শেখ হাসিনা। ডান দিকে, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৭:০০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৬:১০ key status

ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সাহায্য করা: সেনাপ্রধান

বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশে সেনাপ্রধানের বার্তা, ‘‘আন্দোলনরত ছাত্ররা দয়া করে ঘরে ফিরে যান। এখন ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সাহায্য করা।’’ 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৬:০৮ key status

আমি আদেশ দিয়েছি, সেনা-পুলিশ কোনও গোলাগুলি চালাবে না: সেনাপ্রধান

বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশকে গোলাগুলি না চালানোর আদেশ দিয়েছেন বলে জানালেন সেনাপ্রধান। একইসঙ্গে বললেন, ‘‘দেশে শান্তি ফিরে এলে কার্ফু এবং জরুরি অবস্থাও থাকবে না। ’’ সেনাপ্রধানের কথায়, ‘‘আমি নিশ্চিত, দেশের বিভিন্ন জায়গায় যে সব বিশৃঙ্খলা এখনও চলছে, তা আমার এই বক্তব্যের পর শান্ত হয়ে যাবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৬:০২ key status

আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা: সেনাপ্রধান

বাংলাদেশের জনতাকে সেনাপ্রধান বললেন, ‘‘আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা। তা হলে আমরা এই পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আনতে পারব।’’ 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৬:০১ key status

সোমবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য যাচ্ছি: সেনাপ্রধান

সেনাপ্রধান জানালেন, সোমবারই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তাঁরা। কারণ তাঁদের হাতে নষ্ট করার মতো সময় নেই। সেনাপ্রধান বলেন, ‘‘সোমবারই অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব আমরা।’’   

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৫৭ key status

বৈঠকে কারা ছিলেন, কী হল জানালেন সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধানের ডাকা বৈঠকে কারা ছিলেন, সেখানে কী কী হল, তার বিশদ জানালেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি বললেন,  জামাত, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।  তাঁরা এক যোগে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠন করার। এ ছাড়া ওই বৈঠকে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান আসিফ নজরুল ছিলেন। তিনি আমার সামনেই  ছাত্রছাত্রীদের উদ্দেশে একটি সুন্দর বার্তা দিয়েছেন। ওঁর কথা সবাই শোনে, শ্রদ্ধা করে। ছাত্রছাত্রীরা ওঁর কথা শুনেছেন। তাঁরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে। তবে সেনা প্রধান একই সঙ্গে জানিয়েছেন ওই বৈঠকে আওয়ামি লিগের কোনও প্রতিনিধি ছিলেন না। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৫২ key status

আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন: সেনাপ্রধান

বাংলাদেশের জনতাকে সেনা প্রধান বললেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনারা আমাকে সাহায্য করুন।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৪৯ key status

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন: সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান আনুষ্ঠানিক ঘোষণা করলেন, ‘‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসুন। কারণ তা না হলে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। মানুষ মারা যাচ্ছেন।’’ 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৪৫ key status

সংঘাতের মাধ্যমে আর কিছু আমরা পাব না: সেনাপ্রধান

বাংলাদেশের জনতাকে সংঘাত থেকে বিরত হতে বলে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বললেন, ‘‘সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।’’

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৪৩ key status

ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন: সেনাপ্রধান

বাংলাদেশের জনতার কাছে সেনাপ্রধানের আর্জি, ‘‘ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন। ধৈর্য হারাবেন না। আমি নিশ্চিত, আপনারা যদি আমাদের কথামতো চলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তা হলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারব।’’

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৪০ key status

আপনারা আশাহত হবেন না : সেনাপ্রধান

সেনা প্রধান বললেন, ‘‘আপনাদের আমি কথা দিচ্ছি। আপনারা এখনই আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, তা আমরা পূরণ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব।’’ 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৩৭ key status

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব

বাংলাদেশের সেনাপ্রধান বললেন, ‘‘আমরা এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। বিশিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে যাব। তাঁর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। আপনারা সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।’’ 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:৩৫ key status

গুলি চালাতে নিষেধ করেছি, আপনারা সংযত থাকুন: সেনাপ্রধান

বাংলাদেশের জনতার উদ্দেশে সেনাপ্রধানের আর্জি আপনারা শান্তি বজায় রাখুন। ভাঙচুর করবেন না। আমি নির্দেশ দিয়েছি পুলিশ বা সেনাবাহিনী গুলি চালাবে না। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:২৯ key status

প্রতিটি হত্যার বিচার হবে জানালেন সেনাপ্রধান

প্রতিটি হত্যার বিচার হবে জানালেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশের জনতাকে বলেছেন হিংসা পরিহার করে সংযত হওয়ার এবং শান্তি বজায় রাখার। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:২৪ key status

অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাব বললেন সেনা প্রধান

বাংলাদেশের সেনা প্রধান বললেন, ‘‘অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাব’’। প্রতিটি হত্যার বিচার হবে। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:২০ key status

ভাষণের আগে দেশের বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:১৩ key status

ভাষণের কথা আগেই ঘোষণা করেছিল সেনাবাহিনী

হাসিনা ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৫:১১ key status

হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনী

সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা। তার আগে তাঁকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন। কপ্টারে এসে পৌঁছন ভারতে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE