গল্পের গরু গাছে চড়ে, সে আর নতুন কী! মার্কিন মুলুকে একটা আস্ত গাড়ি চড়ে বসল তিন তলায়। এক দাঁতের ডাক্তারের চেম্বারে!
ঘটনাটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার। রবিবার ভোরে একটা প্রচণ্ড আওয়াজে ঘুম ভেঙে যায় সান্টা আনার বাসিন্দাদের। জানলা দিয়ে মুখ বাড়িয়ে ওই দৃশ্য দেখে তো তাঁদের আক্কেল গুড়ুম! সামনের দন্তচিকিৎসকের অফিস-বাড়িটার তিন তলায় অর্ধেক ঢুকে রয়েছে একটা সাদা গাড়ি। সঙ্গে সঙ্গে লেগে গেল ছবি তোলার ধুম।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবিবার সকালের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি-র ওই ত্রিশঙ্কু দুর্ঘটনার ২১ সেকেন্ডের ভিডিও ক্লিপ। ঘটনাচক্রে এই আজব কাণ্ডে কারও প্রাণহানি হয়নি।