Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Vikas Khanna

পিঠে বাচ্চা, রান্না করছেন মা! ছবিতে মুগ্ধ নেটজেনরা

সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকমের রান্নাঘরের অন্দরে অন্তত ৩০ বছর অতিবাহিত করেছেন তিনি।রান্নাঘরের ছবি তোলা তাঁর শখ।

বাচ্চাকে পিঠে নিয়ে রান্না করছেন মা। ছবি বিকাশ খন্নার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

বাচ্চাকে পিঠে নিয়ে রান্না করছেন মা। ছবি বিকাশ খন্নার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নিউইয়র্ক শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ১৫:২২
Share: Save:

রান্নাঘর আর খাবার নিয়ে যাঁরা নিয়মিত চর্চা করেন তাঁরা শেফ বিকাশ খন্নাকে নিশ্চয়ই চিনবেন। নিউইয়র্কের এই শেফ বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নাঘর ও খাবারের ছবি তুলে থাকেন। বিকাশ নিজেই গর্ব করে বলেন, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকমের রান্নাঘরের অন্দরে অন্তত ৩০ বছর অতিবাহিত করেছেন তিনি।রান্নাঘরের ছবি তোলা তাঁর শখ। এযাবৎ রান্নাঘরের যে সব ছবি তিনি তুলেছেন তার মধ্যে থেকে সেরা ছবিটি সম্প্রতি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

বিকাশের পোস্ট করা ছবিটি একটি রান্নাঘরের। সেই রান্নাঘরে একাধিক উনুনে তৈরি হচ্ছে খাবার। খাবার তৈরি করছেন একাধিক মহিলা। তাদের মধ্যে একজন মহিলার পিঠে বাঁধা রয়েছে কোলের শিশু। নিজের সন্তানকে সঙ্গে নিয়েই রান্নার কাজ করছেন তিনি। আর ক্যামেরার দিকে তাকিয়ে থাকা শিশুটির মুখে সারল্যের হাসি। এই ছবিটি তোলা হয়েছে অরুণাচল প্রদেশের জিরোতে।

ওই ছবি পোস্ট করে বিকাশ লিখেছেন, ‘৩০ বছর ধরে রান্নাঘরে ঘুরছি। রান্নাঘরে যত ছবি আমি তুলেছি তারমধ্যে এটাই সবথেকে মূল্যবান।’ সেই সঙ্গে তিনি হ্যাশ ট্যাগ দিয়েছেন #মাদার ও #পাওয়ার।

30 years in kitchens, but this is the most precious kitchen image I have taken. #Mother #Power ❤️

A post shared by Vikas Khanna (@vikaskhannagroup) on

আসলে ছবিটি সন্তানের প্রতি মায়ের ভালবাসা ও যত্নের দিকটি তুলে ধরেছে। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। মায়ের যত্নের প্রশংসায় নেটিজদেনরা যেমন পঞ্চমুখ, তেমন আবেগতাড়িতও।

বিকাশের ছবির সঙ্গে রান্না ও খাবারের যোগ সবসময়ই থেকে থাকে। এর আগে ফেব্রুয়ারি মাসে রাজস্থানে এক বাড়ির ছাদে লঙ্কা শুকনোর ছবি পোস্ট করেছিলেন। কাশ্মীরে জলের উপর সবজি বাজারের মধ্যেও নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন বিকাশ খন্না।

Guess what is coming to the World soon. #PilgrimsFlavors #Book33 @penguinukbooks @penguinindia

A post shared by Vikas Khanna (@vikaskhannagroup) on

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত, পিঠে করে বন্ধুকে স্কুলে আনছে খুদে

Researching on Himalayan Cuisines "Eternal floating vegetable market of Kashmir. Lotus flowers covered lake,fresh produce, saffron, teas, everything heavenly" #ReturnToTheRivers received both @beardfoundation @IACPculinary Nominations (Highest honor for any cookbook in America) @lakeislepress

A post shared by Vikas Khanna (@vikaskhannagroup) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vikas Khanna Chef Arunachal Prsdesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE