Advertisement
E-Paper

চিনের হাতে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ!

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরির ক্ষেত্রে শেষ ধাপে পৌঁছে গেল চিন। ২০১১ সালের মার্চ মাসে শুরু হয় এই প্রকল্পের পথ চলা। ২০১৬ সালে সম্পূর্ণ হওয়ার কথা ‘ফাস্ট’ নামের এই টেলিস্কোপের। সম্পূর্ণ হলে ‘ফাস্ট’-ই হবে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ যার আয়তন হবে ৩০টি ফুটবল মাঠের সমান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ২০:০৬
ছবি: ফেসবুক।

ছবি: ফেসবুক।

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরির ক্ষেত্রে শেষ ধাপে পৌঁছে গেল চিন। ২০১১ সালের মার্চ মাসে শুরু হয় এই প্রকল্পের পথ চলা। ২০১৬ সালে সম্পূর্ণ হওয়ার কথা ‘ফাস্ট’ নামের এই টেলিস্কোপের। সম্পূর্ণ হলে ‘ফাস্ট’-ই হবে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ যার আয়তন হবে ৩০টি ফুটবল মাঠের সমান। ৫০০ মিটার ব্যাস সম্পন্ন টেলিস্কোপের রিফ্লেক্টরটিতে মজুত আছে ৪৪৫০টি প্যানেল। সমবাহু ত্রিভুজাকৃতিক প্যানেলের প্রতিটি বাহু ১১ মিটার লম্বা। টেলিস্কোপটি বসানো হয়েছে গুইঝউ প্রদেশের দক্ষিণ প্রান্তে। চার পাশে ঢেউ খেলানো পাহাড়, মধ্যে বাটি আকৃতির একটি উপত্যকা। এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসানো হয়েছে টেলিস্কোপটিকে।

এই টেলিস্কোপটি তৈরি হলে চিনকে আর অন্য দেশের তথ্যের উপর নির্ভর করতে হবে না। মহাকাশ বিজ্ঞানে শীঘ্রই স্বাবলম্বী হয়ে চিন, মত চিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান উ জিয়াংপিংয়ের।

এখন সবচেয়ে বড় টেলিস্কোপ হল পুয়ের্তো রিকোর অ্যারেসিবো অবসারভেটরি, যার ব্যাস ৩০০ মিটার।

china radio telescope Chinese Astronomical Society galaxy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy