হাতে গুলি-বন্দুক তো দূর, একটা লাঠিও ছিল না। তবু হার মানেননি। ঘাবড়েও যাননি। ঠান্ডা মাথায় শুধু চেঁচিয়ে বাজিমাত করেছেন উত্তর চিনের জিলিন প্রদেশের বাসিন্দা কাও বিঙ্গুয়াং।
গ্রামের লোকজন এখন তাই ধন্য ধন্য করছে কাওকে। ভাগ্যিস অমন বাজখাঁই গলা ছিল! নইলে কি প্রাণে বাঁচত লোকটা। খোদ বাঘের মুখের গ্রাস হতে হতে ফিরে আসা! এ কি চাট্টিখানি কথা। কোনও অস্ত্র নয়, হাতাহাতি নয়, স্রেফ চেঁচিয়ে বাঘ ভাগানো! শুনতে অবাক লাগলেও তেমনটাই ঘটেছে কাওয়ের সঙ্গে।
দিন পাঁচেক আগের কথা। জিলিন প্রদেশের চুনহুয়া শহর ছাড়িয়ে হুনচুনে থাকেন কাও। বন্ধু শিয়াং লাওকির সঙ্গে কাছাকাছি জঙ্গলে গিয়েছিলেন কিছু শাকসব্জি জোগাড় করতে। জঙ্গলে ঢুকে দু’জনে ছড়িয়ে পড়েন দু’দিকে। জঙ্গলে আতিপাতি করে সব্জি খুঁজতে খুঁজতে হঠাৎ যেন কার পায়ের শব্দ। কাও ভাবলেন শিয়াং এল বুঝি। কিন্তু পিছন ফিরতেই চক্ষু ছানাবড়া। জনমনিষ্যির চিহ্ন নেই। দাঁড়িয়ে সাক্ষাৎ মৃত্যু! বাঘ বাহাদুরের সঙ্গে তাঁর দূরত্ব মাত্র ২০ মিটার।