বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) উপরে চাপ বাড়িয়েই চলছে আমেরিকা। করোনাভাইরাসের উৎস ও এই অতিমারি মোকাবিলায় সংস্থাটি কী ভাবে সাড়া দিয়েছে তা নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করার দাবি জানাল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
দু’দিন আগেই হু-কে ‘চিনের হাতের পুতুল’ বলে কটূক্তি করে অনুদান বন্ধের হুমকি দিয়েছিল সংস্থাটি। আজ আমেরিকা-সহ হু-র ৩৪টি সদস্য দেশের মিলিত বোর্ডের সম্মেলন ছিল। ৩ ঘণ্টার সেই সম্মেলনে মার্কিন সহকারী স্বাস্থ্যসচিব ব্রেট পি গিরোয়ার বলেন, ‘‘বাকি সদস্য দেশগুলির সঙ্গে আলোচনাক্রমে আমরা অতি দ্রুত হু-কে একটি নিরপেক্ষ, স্বতন্ত্র ও সার্বিক তদন্তের আর্জি জানাচ্ছি।’’ তাঁর বক্তব্য, এই তদন্ত থেকে করোনার উৎস, কী ভাবে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল ও এই রোগ মোকাবিলায় হু কী ভাবে সাড়া দিয়েছিল সে বিষয়ে স্পষ্ট ও সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। সম্মেলনে হু-প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, বিশ্বজুড়ে করোনা-সঙ্কট শুরু হওয়ার পর থেকে দিন-রাত এক করে লড়াই করে চলেছে সংস্থাটি। প্রত্যেক সদস্য দেশকে এর গতিবিধি ও ফলাফলের বিষয়ে অবগত করেছে ও প্রযুক্তিগত পরামর্শ দিয়েছে।
করোনা রুখতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনকে ‘গেম চেঞ্জার’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, করোনা থেকে বাঁচতে তিনি নিজে খান এই ওষুধ। অথচ চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা ল্যানসেট-এর এক গবেষণায় উঠে এল, করোনার চিকিৎসায় কোনও উপকারিতা নেই হাইড্রক্সিক্লোরোকুইনের।