Advertisement
০৭ মে ২০২৪

ক্যামেরনের ডাক

ফের সওয়াল জোটের পক্ষেই। একই সঙ্গে ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর কথাও বললেন ডেভিড ক্যামেরন।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৮:১৪
Share: Save:

ফের সওয়াল জোটের পক্ষেই। একই সঙ্গে ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর কথাও বললেন ডেভিড ক্যামেরন। ২৩ জুন গণভোটের আগে আবারও আসরে ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে দিনের ভোটাভুটিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলে ব্রিটেনের পক্ষে তা ‘মারাত্মক ভুল’’ হবে মন্তব্য করেছিলেন আগেই। এ বার বললেন, ‘‘জোট ছেড়ে বেরিয়ে আসার অর্থ, মূল বাজার থেকেই নিজেকে সরিয়ে নেওয়া। এ সব অর্থনৈতিক পাগলামো ছাড়া কিছু নয়।’’ তা হলে উপায়? জোটে থাকার পাশাপাশি ভারত, চিনের মতো উন্নয়নশীল দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বা়ড়ানোর কথাও বললেন ক্যামেরন।

গত কাল ক্যামেরন একটি ব্রিটিশ চ্যানেলে দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন। সেখানেই জোর দিয়ে তিনি ব্রিটেনের জোটে থাকার পক্ষে মত পোষণ করেন। বলেন, ‘‘১৯৭২-এ আমরা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিই। আর তার পর থেকেই অর্থনীতির হাল ফিরেছে গোটা ইউরোপে।’’

বাস্তব রিপোর্ট যদিও এর উল্টো কথাই বলছে। আন্তর্জাতিক বাজারের নিরিখে সম্প্রতি ইউরোপীয় জোটের মার্কেট-শেয়ার ২০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে ঠেকেছে। এর কী ব্যাখ্যা? ক্যামেরনের দাবি, এই তথ্য সঠিক নয়। বাজারে ইইউ-এর অংশীদারি সার্বিক ভাবে কমলেও, ব্রিটেন এখনও নিজের জায়গাটা ধরে রেখেছে। ব্রিটেনের অর্থনীতির ভিত এখনও ব্যাঙ্কিং, বিমা, স্থাপত্য, এবং বিজ্ঞাপন-বিপণনের উপরেই দাঁড়িয়ে।

তা হলে ব্যবসা বাড়াতে চিন-ভারতকে ডাক কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যামেরন বলেন, ‘‘ব্যবসা বাড়ানোটাই লক্ষ্য। শুধু লুক্সেমবুর্গ থেকে আমাদের ব্যবসায় যে আয়, ভারত থেকে তার চেয়েও কম। এটাই বাড়ানোর কথা বলছি।’’ কিন্তু তার আগেও জোটে থেকেই অর্থনীতির বাড়ানোর দিকে ব্রিটেনের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের মোট ব্যবসার ৪৫ শতাংশ এখনও ইইউ মারফত হয়ে থাকে। তা আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেন ক্যামেরন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David cameron
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE