Advertisement
২৭ এপ্রিল ২০২৪
new year resolution

নিউ ইয়ার রেজোলিউশনের ইতিহাস জানলে চমকে উঠবেন

নিউ ইয়ার রেজোলিউশন। নতুন বছরে কী করবেন আর কী করবেন না, এ নিয়ে আপনিও নিশ্চয়ই কিছু ভেবেছেন। কিন্তু রেজোলিউশনের ইতিহাস জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০৯:৪৫
Share: Save:
০১ ০৯
নিউ ইয়ার রেজোলিউশন। নতুন বছরে কী করবেন আর কী করবেন না, এ নিয়ে আপনিও নিশ্চয়ই কিছু ভেবেছেন। কিন্তু রেজোলিউশনের ইতিহাস জানেন?

নিউ ইয়ার রেজোলিউশন। নতুন বছরে কী করবেন আর কী করবেন না, এ নিয়ে আপনিও নিশ্চয়ই কিছু ভেবেছেন। কিন্তু রেজোলিউশনের ইতিহাস জানেন?

০২ ০৯
ব্যাবিলনে প্রাচীন আমলে নববর্ষ পালনের রীতির কথা শোনা যায়। কিন্তু তখন আজকের মতো ক্যালেন্ডার ছিল না। সেই সময় বসন্ত বিষুবের সময় প্রথম পূর্ণিমাই ছিল নববর্ষ পালনের সময়।

ব্যাবিলনে প্রাচীন আমলে নববর্ষ পালনের রীতির কথা শোনা যায়। কিন্তু তখন আজকের মতো ক্যালেন্ডার ছিল না। সেই সময় বসন্ত বিষুবের সময় প্রথম পূর্ণিমাই ছিল নববর্ষ পালনের সময়।

০৩ ০৯
সেই উৎসবকে বলা হত আকিতু ফেস্টিভ্যাল। আকিতু উৎসব উৎসর্গ করা হয়েছিল সূর্য দেবতা মারডুককে।

সেই উৎসবকে বলা হত আকিতু ফেস্টিভ্যাল। আকিতু উৎসব উৎসর্গ করা হয়েছিল সূর্য দেবতা মারডুককে।

০৪ ০৯
এই উৎসব ১১ দিন ধরে পালন করা হত। ব্যাবিলনীয়রা ঈশ্বরের কাছে সেই সময় শপথ নিতেন, যাতে সারা বছর প্রতিটি কাজ ভালভাবে করতে পারেন। সেটাই সূত্রপাত। তবে…

এই উৎসব ১১ দিন ধরে পালন করা হত। ব্যাবিলনীয়রা ঈশ্বরের কাছে সেই সময় শপথ নিতেন, যাতে সারা বছর প্রতিটি কাজ ভালভাবে করতে পারেন। সেটাই সূত্রপাত। তবে…

০৫ ০৯
রোমানদের মধ্যেও ছিল ‘রেজোলিউশন’। প্রথম দিকে রোমান ক্যালেন্ডারের সঙ্গে সূর্যের কোনও সংযোগ ছিল না। রোমান সম্রাট জুলিয়াস সিজার সেই পরিবর্তন আনেন।

রোমানদের মধ্যেও ছিল ‘রেজোলিউশন’। প্রথম দিকে রোমান ক্যালেন্ডারের সঙ্গে সূর্যের কোনও সংযোগ ছিল না। রোমান সম্রাট জুলিয়াস সিজার সেই পরিবর্তন আনেন।

০৬ ০৯
জ্যোতির্বিদ ও গণিতজ্ঞদের সঙ্গে কথা বলে সিজার ক্যালেন্ডার তৈরি করলেন। জানুস দেবতার কাছে কিছু একটা উৎসর্গ করে বছর শুরু করতেন রোমানরা। এই জানুসের থকেই জানুয়ারি নামের সূত্রপাত।

জ্যোতির্বিদ ও গণিতজ্ঞদের সঙ্গে কথা বলে সিজার ক্যালেন্ডার তৈরি করলেন। জানুস দেবতার কাছে কিছু একটা উৎসর্গ করে বছর শুরু করতেন রোমানরা। এই জানুসের থকেই জানুয়ারি নামের সূত্রপাত।

০৭ ০৯
পৃথিবীজুড়ে আস্তে আস্তে বছরের প্রথম দিন কিছু একটা ঈশ্বরের কাছে উৎসর্গ করার বিষয়টি ছড়িয়ে পড়ে। বলিদানের কথাও বলেছেন কোনও কোনও ইতিহাসবিদ।

পৃথিবীজুড়ে আস্তে আস্তে বছরের প্রথম দিন কিছু একটা ঈশ্বরের কাছে উৎসর্গ করার বিষয়টি ছড়িয়ে পড়ে। বলিদানের কথাও বলেছেন কোনও কোনও ইতিহাসবিদ।

০৮ ০৯
রেজোলিউশনের বিষয়টি নিয়ে এত মাতামাতি দেখে ২০১২ সালে গুগলও রেজোলিউশন ম্যাপ বানায়, যেখানে মানুষ তাঁর ইচ্ছাপূরণের লক্ষ্যমাত্রা যোগ করতে পারবে। সবচেয়ে জনপ্রিয় রেজোলিউশনের একটা তালিকাও করেছিল গুগল।

রেজোলিউশনের বিষয়টি নিয়ে এত মাতামাতি দেখে ২০১২ সালে গুগলও রেজোলিউশন ম্যাপ বানায়, যেখানে মানুষ তাঁর ইচ্ছাপূরণের লক্ষ্যমাত্রা যোগ করতে পারবে। সবচেয়ে জনপ্রিয় রেজোলিউশনের একটা তালিকাও করেছিল গুগল।

০৯ ০৯
এর মধ্যে রয়েছে, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ওজন কমানো, নিয়ন্ত্রিত জীবনযাত্রা, টাকা জমানো, ধূমপান ত্যাগ, নতুন কিছু শেখা, প্রেম খুঁজে পাওয়া। দেখুন তো আপনি কোন রেজোলিউশন নিয়েছেন?

এর মধ্যে রয়েছে, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ওজন কমানো, নিয়ন্ত্রিত জীবনযাত্রা, টাকা জমানো, ধূমপান ত্যাগ, নতুন কিছু শেখা, প্রেম খুঁজে পাওয়া। দেখুন তো আপনি কোন রেজোলিউশন নিয়েছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE