Advertisement
E-Paper

পিছু হঠলেন ট্রাম্প, ৩৫ দিন পর শাটডাউন উঠল আমেরিকায়

অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে শক্তিশালী প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন ট্রাম্প।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১২:৫৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স।

পিছু হঠতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেস অর্থ বরাদ্দ না করলেও, ট্রাম্প শুক্রবার তাঁর শাটডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। জানালেন, সোমবার, ২৮ জানুয়ারি থেকেই সরকারি কাজকর্ম শুরু হবে পুরোদমে। তবে আগামী তিন সপ্তাহের জন্য। তার মধ্যে কংগ্রেস ওই অর্থ বরাদ্দে সম্মতি না দিলে ফের শাটডাউন শুরুর হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে রেখেছেন, ওই অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ট্রাম্পের শাটডাউন সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বেতন পাওয়ার ব্যাপারে ৮ লক্ষ মার্কিন কর্মচারীর অনিশ্চয়তার অবসান হল, আপাতত।

অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে শক্তিশালী প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে কংগ্রেসের সম্মতি পাননি, মূলত ডেমোক্র্যাট সদস্যদের তীব্র বিরোধিতায়। তার পর কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করে সরকারকে আধা নিষ্ক্রিয় করে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে মেয়াদের নিরিখে সেই অচলাবস্থা ছিল দীর্ঘতম। যার জেরে মার্কিন সরকারের ৮ লক্ষ কর্মচারী গত ৫ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন কোস্ট গার্ডের নাবিকরাও। এমনকী, হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টরাও বেতন ছাড়াই কাজ করছেন। একই দশা এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ কর্মীদেরও।

শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ট্রাম্প তাঁর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে ডেমোক্র্যাটিক পার্টির সেনেটর চাক স্কুমার বলেন, “ট্রাম্প তাঁর ভুল বুঝতে পেরেছেন।”

চাপ সৃষ্টির জন্য ট্রাম্প শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণার পরেও দমে যাননি হাউসের স্পিকার ন্যান্সি পেলসির নেতৃত্বাধীন ডেমোক্র্যাটরা। কারণ, তাঁদের বিশ্বাস ছিল এই বিশৃঙ্খলার জন্য ট্রাম্পকেই ভোটাররা দোষারোপ করবেন এবং আগামী নির্বাচনেই এই ঘটনার ফলাফল টের পাবেন ট্রাম্প। শেষ পর্যন্ত সেটাই হল। দাবি ছেড়ে পিছু হঠে শাটডাউন সিদ্ধান্ত সাময়িক ভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন- বাইকের পরে হুইস্কি, ফের তোপ ভারতকে​

আরও দেখুন- চাষ করতে গিয়ে মাটির তলা থেকে মিলল ৪ টনের সোনার মুখোশ, তার পর...

সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, মার্কিন কংগ্রেসের দু’টি কক্ষই শুক্রবার ট্রাম্পের শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউস পরে জানিয়েছে, আইনটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেছেন, ‘‘অল্প সময়ের জন্য আমি আমাদের সরকার চালু করতে একটি বিল স্বাক্ষর করেছি। পরের ২১ দিনের মধ্যে আমি আশা করি যে, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের উপর আমি যে আস্থা রেখেছি, তাঁরা তার মর্যাদা দেবেন। যদি কংগ্রেস আমাদের সঙ্গে ন্যায্য চুক্তি না করে তা হলে ফের ১৫ ফেব্রুয়ারি সরকারকে নিষ্ক্রিয় করে দেব। বা, জরুরি অবস্থা মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান আমাকে যে ক্ষমতাগুলি দিয়েছে, আমি তা ব্যবহার করব। শক্তিশালী প্রাচীর বা ইস্পাতের দেওয়াল নির্মাণ করা ছাড়া আমাদের কোনও পথ নেই।”

ট্রাম্প বলছেন যে, অপরাধ এবং দেশের অবৈধ অভিবাসন রুখতে আরও শক্তিশালী প্রাচীর প্রয়োজন মেক্সিকো সীমান্তে। ডেমোক্র্যাটরা বলছেন, প্রাচীরের উপর এত মনোযোগ দিয়ে ট্রাম্প অভিবাসন সমস্যার শিকড় থেকে নিজেকে সরিয়ে রাখছেন।

এখন প্রশ্ন উঠেছে, ট্রাম্প আগামী মঙ্গলবার কংগ্রেসে স্টেট অফ ইউনিয়নে ট্রাম্পকে তাঁর ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন কি না হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলসি।

US Shutdown Donald Trump শাটডাউন ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy