Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
france

Frederic Chopin: কাটা হৃদয় সংরক্ষিত পোল্যান্ডে, ১৭২ বছর ধরে ফ্রান্সে শায়িত বিশ্বখ্যাত হৃদয়হীন সুরকার

২০ বছর বয়সে ঘরছাড়া সেই তরুণের আর জীবিত অবস্থায় ঘরে ফেরা হয়নি। তবে মৃত্যুর পর ঘরে ফিরেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১০:১১
Share: Save:
০১ ১৭
ফেলে আসা জন্মভূমির প্রসঙ্গ উঠলেই চিত্ত চঞ্চল হয়ে উঠত তাঁর। ঘরে ফেরার জন্য আকুল হয়ে থাকত হৃদয়। ২০ বছর বয়সে ঘরছাড়া সেই তরুণের আর জীবিত অবস্থায় ঘরে ফেরা হয়নি। তবে মৃত্যুর পর ঘরে ফিরেছেন তিনি।

ফেলে আসা জন্মভূমির প্রসঙ্গ উঠলেই চিত্ত চঞ্চল হয়ে উঠত তাঁর। ঘরে ফেরার জন্য আকুল হয়ে থাকত হৃদয়। ২০ বছর বয়সে ঘরছাড়া সেই তরুণের আর জীবিত অবস্থায় ঘরে ফেরা হয়নি। তবে মৃত্যুর পর ঘরে ফিরেছেন তিনি।

০২ ১৭
নিজের বুক কাটিয়ে তা থেকে হৃদয় বার করিয়ে এনে তা মাতৃভূমিতে পাঠিয়েছেন। ১৭২ বছর ধরে সেই হৃদয় শান্তিতে ঘুমিয়ে রয়েছে মাতৃভূমি পোল্যান্ডে। জনপ্রিয় শিল্পীর মাতৃভূমির প্রতি সেই প্রেম চিরসবুজ কাহিনি হয়ে রয়ে গিয়েছে লোকের মুখে মুখে।

নিজের বুক কাটিয়ে তা থেকে হৃদয় বার করিয়ে এনে তা মাতৃভূমিতে পাঠিয়েছেন। ১৭২ বছর ধরে সেই হৃদয় শান্তিতে ঘুমিয়ে রয়েছে মাতৃভূমি পোল্যান্ডে। জনপ্রিয় শিল্পীর মাতৃভূমির প্রতি সেই প্রেম চিরসবুজ কাহিনি হয়ে রয়ে গিয়েছে লোকের মুখে মুখে।

০৩ ১৭
তিনি ফেড্ররিক ফ্রাঙ্কোস শপ্যাঁ। তিনি ছিলেন এক জন সুরকার এবং পিয়ানোবাদক। বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শপ্যাঁর মৃত্যু হয়েছিল খুবই কম বয়সে।

তিনি ফেড্ররিক ফ্রাঙ্কোস শপ্যাঁ। তিনি ছিলেন এক জন সুরকার এবং পিয়ানোবাদক। বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শপ্যাঁর মৃত্যু হয়েছিল খুবই কম বয়সে।

০৪ ১৭
১৭২ বছর ধরে তাঁর হৃদয় সংরক্ষিত রয়েছে পোল্যান্ডের একটি গির্জায়। ফ্রান্সে মৃত শপ্যাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে আসার পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। শপ্যাঁর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করতেই তাঁর বোন লুকিয়ে তাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে এসেছিলেন।

১৭২ বছর ধরে তাঁর হৃদয় সংরক্ষিত রয়েছে পোল্যান্ডের একটি গির্জায়। ফ্রান্সে মৃত শপ্যাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে আসার পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। শপ্যাঁর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করতেই তাঁর বোন লুকিয়ে তাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে এসেছিলেন।

০৫ ১৭
জনপ্রিয় এই শিল্পীর জন্ম হয়েছিল ১৮১০ সালে পোল্যান্ডের ওয়ারস-তে। ২০ বছর বয়সে তিনি ফ্রান্সে চলে আসেন। আমৃত্যু ফ্রান্সেই ছিলেন তিনি।

জনপ্রিয় এই শিল্পীর জন্ম হয়েছিল ১৮১০ সালে পোল্যান্ডের ওয়ারস-তে। ২০ বছর বয়সে তিনি ফ্রান্সে চলে আসেন। আমৃত্যু ফ্রান্সেই ছিলেন তিনি।

০৬ ১৭
সুরকার এবং পিয়ানো বাজিয়ে হিসাবে ব্যাপক নামডাক হয়েছিল তাঁর। তাঁর কাছে পিয়ানো শিখতে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। এই উপার্জন দিয়েই তাঁর ভরনপোষণ চলে যেত।

সুরকার এবং পিয়ানো বাজিয়ে হিসাবে ব্যাপক নামডাক হয়েছিল তাঁর। তাঁর কাছে পিয়ানো শিখতে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। এই উপার্জন দিয়েই তাঁর ভরনপোষণ চলে যেত।

০৭ ১৭
ব্যক্তিগত জীবনে শপ্যাঁ ছিলেন যথেষ্ট রঙিন মানুষ। জীবনে একাধিক প্রেম এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনওটাই টেকেনি। প্রথমে মারিয়া উডজিনস্কা নামে এক শিল্পীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়। ১ বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

ব্যক্তিগত জীবনে শপ্যাঁ ছিলেন যথেষ্ট রঙিন মানুষ। জীবনে একাধিক প্রেম এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনওটাই টেকেনি। প্রথমে মারিয়া উডজিনস্কা নামে এক শিল্পীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়। ১ বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

০৮ ১৭
তার পর এক ফরাসি লেখিকার সঙ্গে প্রেম হয় তাঁর। সেটিও বেশি দিন স্থায়ী হয়নি। শারীরিক ভাবেও পুরোপুরি সুস্থ ছিলেন না শপ্যাঁ। ছোট থেকেই দুর্বল ছিলেন তিনি। নানা রকম অসুখবিসুখ নিত্যদিনের সঙ্গী ছিল তাঁর। তাঁর যখন ২৮ বছর বয়স, তখন তাঁর ওজন ছিল মাত্র ৪৫ কেজি!

তার পর এক ফরাসি লেখিকার সঙ্গে প্রেম হয় তাঁর। সেটিও বেশি দিন স্থায়ী হয়নি। শারীরিক ভাবেও পুরোপুরি সুস্থ ছিলেন না শপ্যাঁ। ছোট থেকেই দুর্বল ছিলেন তিনি। নানা রকম অসুখবিসুখ নিত্যদিনের সঙ্গী ছিল তাঁর। তাঁর যখন ২৮ বছর বয়স, তখন তাঁর ওজন ছিল মাত্র ৪৫ কেজি!

০৯ ১৭
জনপ্রিয় এই শিল্পীর শেষ জীবন কেটেছে খুবই অর্থকষ্টে। বন্ধুদের মাত্র কয়েক জনকেই তিনি পাশে পেয়েছিলেন। বন্ধুদের অর্থ সাহায্যে তাঁর দিন কাটত।

জনপ্রিয় এই শিল্পীর শেষ জীবন কেটেছে খুবই অর্থকষ্টে। বন্ধুদের মাত্র কয়েক জনকেই তিনি পাশে পেয়েছিলেন। বন্ধুদের অর্থ সাহায্যে তাঁর দিন কাটত।

১০ ১৭
১৮৪৯ সালে মাত্র ৩৯ বছর বয়সে মৃত্যু হয় শপ্যাঁর। অপুষ্টিতে যক্ষা হয়ে গিয়েছিল তাঁর। এত বেশি কাশি হত যে কথা পর্যন্ত বলতে পারতেন না। কাশির সঙ্গে মুখ দিয়ে রক্তও উঠে আসত। শেষে পেরিকার্ডিটিস হয়ে মৃত্যু হয় তাঁর।

১৮৪৯ সালে মাত্র ৩৯ বছর বয়সে মৃত্যু হয় শপ্যাঁর। অপুষ্টিতে যক্ষা হয়ে গিয়েছিল তাঁর। এত বেশি কাশি হত যে কথা পর্যন্ত বলতে পারতেন না। কাশির সঙ্গে মুখ দিয়ে রক্তও উঠে আসত। শেষে পেরিকার্ডিটিস হয়ে মৃত্যু হয় তাঁর।

১১ ১৭
তবে পেরিকার্ডিটিস হয়ে মৃত্যুর রিপোর্ট ২০১৭ সাল পর্যন্ত অজানাই ছিল। মৃত্যুর ১৬৫ বছর পর ২০১৪ সালে চিকিৎসক, গবেষকদের উপস্থিতিতে পোল্যান্ডের ওয়ারস-র হলি ক্রস গির্জায় লুকিয়ে রাখা তাঁর হৃৎপিণ্ড বার করে আনার পরই এই তথ্য সামনে আসে।

তবে পেরিকার্ডিটিস হয়ে মৃত্যুর রিপোর্ট ২০১৭ সাল পর্যন্ত অজানাই ছিল। মৃত্যুর ১৬৫ বছর পর ২০১৪ সালে চিকিৎসক, গবেষকদের উপস্থিতিতে পোল্যান্ডের ওয়ারস-র হলি ক্রস গির্জায় লুকিয়ে রাখা তাঁর হৃৎপিণ্ড বার করে আনার পরই এই তথ্য সামনে আসে।

১২ ১৭
তবে হৃৎপিণ্ডতে কোনও ভাবেই কাটাছেঁড়া করা হয়নি। সংরক্ষিত জারের বাইরে থেকে দেখে এই রিপোর্ট দিয়েছেন তাঁরা। যা ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় আমেরিকান জার্নাল অব মেডিসিন-এ।

তবে হৃৎপিণ্ডতে কোনও ভাবেই কাটাছেঁড়া করা হয়নি। সংরক্ষিত জারের বাইরে থেকে দেখে এই রিপোর্ট দিয়েছেন তাঁরা। যা ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় আমেরিকান জার্নাল অব মেডিসিন-এ।

১৩ ১৭
পোল্যান্ডের ওয়ারস-র ওই গির্জায় কিন্তু শপ্যাঁর শুধু হৃৎপিণ্ডটিই রাখা রয়েছে। তাঁর বাকি দেহ শায়িত রয়েছে ফ্রান্সে। আসলে মৃত্যুশয্যায় শপ্যাঁ চেয়েছিলেন তাঁর জন্মভূমিতে ফিরতে। কিন্তু তখন তাঁর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তাঁকে পোল্যান্ডে নিয়ে আসা হয়নি।

পোল্যান্ডের ওয়ারস-র ওই গির্জায় কিন্তু শপ্যাঁর শুধু হৃৎপিণ্ডটিই রাখা রয়েছে। তাঁর বাকি দেহ শায়িত রয়েছে ফ্রান্সে। আসলে মৃত্যুশয্যায় শপ্যাঁ চেয়েছিলেন তাঁর জন্মভূমিতে ফিরতে। কিন্তু তখন তাঁর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তাঁকে পোল্যান্ডে নিয়ে আসা হয়নি।

১৪ ১৭
বদলে তাঁর বোন পোল্যান্ডে গিয়ে তাঁর কাছে থাকতে শুরু করেছিলেন। তখনই বোনকে তাঁর শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন শপ্যাঁ। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর অন্তত যেন তাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

বদলে তাঁর বোন পোল্যান্ডে গিয়ে তাঁর কাছে থাকতে শুরু করেছিলেন। তখনই বোনকে তাঁর শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন শপ্যাঁ। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর অন্তত যেন তাঁর হৃদয় পোল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

১৫ ১৭
শপ্যাঁর মৃত্যুর পরই খুব সন্তর্পণে চিকিৎসকদের সাহায্য নিয়ে লুকিয়ে শরীর থেকে তাঁর হৃদয় বার করে নেন তাঁর বোন। তার পর সেটি একটি অ্যালকোহল ভরা বোতলের মধ্যে লুকিয়ে ফ্রান্স থেকে পোল্যান্ডে নিয়ে আসেন।

শপ্যাঁর মৃত্যুর পরই খুব সন্তর্পণে চিকিৎসকদের সাহায্য নিয়ে লুকিয়ে শরীর থেকে তাঁর হৃদয় বার করে নেন তাঁর বোন। তার পর সেটি একটি অ্যালকোহল ভরা বোতলের মধ্যে লুকিয়ে ফ্রান্স থেকে পোল্যান্ডে নিয়ে আসেন।

১৬ ১৭
পোল্যান্ডের ওয়ারস-র হলি ক্রস গির্জাতে এখনও একই ভাবে ওই বোতলের তরলের মধ্যেই ভেসে রয়েছে তাঁর হৃদয়। অ্যালকোহলের মধ্যে ভেসে থাকা ওই হৃদয়ের উপর তাঁর নামাঙ্কিত স্মৃতিসৌধও গড়ে উঠেছে।

পোল্যান্ডের ওয়ারস-র হলি ক্রস গির্জাতে এখনও একই ভাবে ওই বোতলের তরলের মধ্যেই ভেসে রয়েছে তাঁর হৃদয়। অ্যালকোহলের মধ্যে ভেসে থাকা ওই হৃদয়ের উপর তাঁর নামাঙ্কিত স্মৃতিসৌধও গড়ে উঠেছে।

১৭ ১৭
গবেষকেরা আশঙ্কা করছিলেন, দীর্ঘ দিন ধরে এ ভাবে পড়ে থাকার ফলে অ্যালকোহল শুকিয়ে শপ্যাঁর হৃদয় নষ্ট হয়ে যেতে পারে। তাই ২০১৪ সালে স্মৃতিসৌধ ভেঙে সেটি বার করা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল, সেটির কোনও ক্ষতি হয়নি।

গবেষকেরা আশঙ্কা করছিলেন, দীর্ঘ দিন ধরে এ ভাবে পড়ে থাকার ফলে অ্যালকোহল শুকিয়ে শপ্যাঁর হৃদয় নষ্ট হয়ে যেতে পারে। তাই ২০১৪ সালে স্মৃতিসৌধ ভেঙে সেটি বার করা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল, সেটির কোনও ক্ষতি হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy