প্রতীকী চিত্র।
শিশুদের জন্য কতটা নিরাপদ ভারত? রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিভিন্ন দেশের তালিকায় ভারতের স্থান অনেক নীচে, সেই ১৩৩ নম্বরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), রাষ্ট্রপুঞ্জের শিশু তহবিল (ইউনিসেফ) ও ল্যানসেট মেডিক্যাল পত্রিকার করা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত বুধবার। ১৮৮টি দেশে সমীক্ষা চালানো হয়েছে। পরিবেশ এবং সামাজিক পরিকাঠামো, এই দুই নিরিখে সমীক্ষা করা হয়। একটি দেশে শিশুরা কতটা সামাজিক ভাবে কতটা সুরক্ষিত, তাদের হিংসার শিকার হতে হয় কি না, শিশুদের শিক্ষার ও খাদ্যের অধিকার রক্ষা করা হয় কি না, শিশু আত্মহত্যার হার কত, পাঁচ বছরের কমবয়সি শিশুদের মধ্যে মৃত্যুর হার কত, এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সমীক্ষকেরা তৈরি করেছিলেন ফ্লারিশিং ইনডেক্স (সমৃদ্ধি নির্দেশক)’।
সেই তালিকায় ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩-এ। অর্থাৎ, সমীক্ষকেরা মনে করেন, ভারতের শিশুদের সামাজিক সুরক্ষার মান অত্যন্ত নীচে। এ ছাড়া, একটি দেশের কার্বন নির্গমন-সহ পরিবেশ সংক্রান্ত নানা দিক দেখে তৈরি করা হয় ‘সাস্টেনেবিলিটি ইনডেক্স (উন্নয়ন নির্দেশক)’। সেই তালিকাতেও ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ৭৭।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy