Advertisement
০১ অক্টোবর ২০২৩

এ বার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত?

এই প্রথম কি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত? ওয়াশিংটনে এখন জোর কানাঘুষো চলছে, চন্ডীগড়ের সন্তান ৪৮ বছর বয়সী শ্রী শ্রীনিবাসনই মার্কিন সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন পেতে চলেছেন। গত শনিবার মার্কিন সুপ্রিম কোর্টের দুঁদে বিচারপতি আন্তোনিন স্কালিয়ার মৃত্যু হওয়ায়, যে জায়গাটি খালি হয়েছে, সেখানে শ্রীনিবাসনকেই চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৭
Share: Save:

এই প্রথম কি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত?

ওয়াশিংটনে এখন জোর কানাঘুষো চলছে, চন্ডীগড়ের সন্তান ৪৮ বছর বয়সী শ্রী শ্রীনিবাসনই মার্কিন সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন পেতে চলেছেন। গত শনিবার মার্কিন সুপ্রিম কোর্টের দুঁদে বিচারপতি আন্তোনিন স্কালিয়ার মৃত্যু হওয়ায়, যে জায়গাটি খালি হয়েছে, সেখানে শ্রীনিবাসনকেই চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সী স্কালিয়া ছিলেন গত ২৫ বছরে মার্কিন সর্বোচ্চ আদালতের সবচেয়ে দুঁদে বিচারপতি। তাঁর জায়গায় এক জন ভারতীয় বংশোদ্ভূতের সম্ভাব্য মনোনয়নের বিষয়টিই এখন মার্কিন সংবাদ মাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়।

আরও পড়ুন- ব্রাইড’স চার্চেই বিয়ে সারবেন মার্ডক

আর মার্কিন শীর্ষ আদালতের বিচারপতির শূন্য স্থান ভরানোর কাজটা যে প্রেসিডেন্ট ওবামা ঝুলিয়ে রাখবেন না, তাঁর বক্তব্যেই তার ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘তাড়াতাড়ি ওই কাজ সেরে ফেলাটা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি প্রেসিডেন্ট নির্বাচনের আগেই কাজটা সেরে ফেলতে চাই।’’ ভোট আসন্ন বলে বিষয়টি এখন দু’পক্ষের প্রচারেরও বিষয় হয়ে উঠতে শুরু করেছে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি চাইছে, ভোট-পর্ব চুকেবুকে যাওয়ার পর নতুন প্রেসিডেন্টই এই সাংবিধানিক দায়িত্বটা পালন করুন।

এশিয়ার কোনও দেশে জন্মে শ্রীনিবাসনই প্রথম ইতিহাস গড়েছিলেন, ২০১৩ সালে ডিসি সার্কিটের আপিল কোর্টে বিচারপতির দায়িত্ব গ্রহণ করে। চন্ডীগড়ে জন্ম হলেও শ্রীনিবাসনের পরিবার এক সময় থাকতেন তামিলনাড়ুর তিরুনেলভেলিতে। ষাটের দশকে সেখান থেকেই তাঁরা চলে যান মার্কিন মুলুকের টেক্সাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE