এই প্রথম কি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত?
ওয়াশিংটনে এখন জোর কানাঘুষো চলছে, চন্ডীগড়ের সন্তান ৪৮ বছর বয়সী শ্রী শ্রীনিবাসনই মার্কিন সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন পেতে চলেছেন। গত শনিবার মার্কিন সুপ্রিম কোর্টের দুঁদে বিচারপতি আন্তোনিন স্কালিয়ার মৃত্যু হওয়ায়, যে জায়গাটি খালি হয়েছে, সেখানে শ্রীনিবাসনকেই চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সী স্কালিয়া ছিলেন গত ২৫ বছরে মার্কিন সর্বোচ্চ আদালতের সবচেয়ে দুঁদে বিচারপতি। তাঁর জায়গায় এক জন ভারতীয় বংশোদ্ভূতের সম্ভাব্য মনোনয়নের বিষয়টিই এখন মার্কিন সংবাদ মাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়।
আরও পড়ুন- ব্রাইড’স চার্চেই বিয়ে সারবেন মার্ডক