আই এস সন্ত্রাসবাদীদের হাত থেকে পূর্ব মসুলের প্রায় ৭০ শতাংশ অংশ দখল করে নিয়েছে ইরাকের সেনা। বাহিনীর যুগ্ম কম্যান্ডার তালিব শাংগাটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই সব এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তাদের অভিযান আরও সহজ হয়ে গিয়েছে।
এক সপ্তাহ আগে থেকেই মসুলের এই অংশ দখলে আরও সক্রিয় হয়েছে ইরাক। তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হলেও মার্কিন বাহিনীর সঙ্গে মিলিত ভাবে পূর্ব মসুলের বেশ কয়েকটি প্রদেশ হাতে পেয়েছে তারা। কুর্দদের রাজধানী আরবিল থেকে শাংগাটি বলেন, ‘‘পূর্ব দিকের ৬৫-৭০ শতাংশই জঙ্গি মুক্ত করা গিয়েছে। আগামী দিনে পূর্বের গোটা এলাকা থেকেই জঙ্গিদের হটিয়ে দেওয়া হবে।’’
তবে মসুলের পশ্চিম অংশে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণ এখনও পুরোদমে বহাল। কখনও আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে, কখনও শয়ে শয়ে স্নাইপারের সাহায্য নিয়ে ওই অংশে নিজেদেরউপস্থিতি বোঝাতে মরিয়া তারা। ইরাকি বাহিনীর যুগ্ম কম্যান্ডার নিজেই সে কথা জানিয়েছেন। শহুরে এলাকায় বিভিন্ন অলিগলিতে
জঙ্গিরা গা়ড়িবোমা রেখে দিচ্ছে।
উঁচু উঁচু বাড়ি খুঁজে সেখানে স্নাইপারদের মজুত রাখা হচ্ছে।তবে গাড়িবোমা থেকে নিজেদের কী ভাবে নিরাপদ রাখা যায়, তা নিয়ে ইরাকের সাধারণ মানুষও এখন যথেষ্ট সতর্ক। সেই সুবিধানিচ্ছে সেনাবাহিনীও।
তা ছাড়া সাধারণ মানুষ বিভিন্ন সময়ে জঙ্গিদের আস্তানা, গতিবিধি এবং অস্ত্রশস্ত্রের খোঁজ দিয়েও সাহায্য করছেন সেনাবাহিনীকে। তবে যতটা সমর্থন দরকার ততটা মিলছে না বলে জানাচ্ছেন শাংগাটি। কারণ মাঝেমধ্যে গণহত্যা ঘটিয়ে জঙ্গিরা জনতার মনোবল ভেঙে দিচ্ছে। তবু আত্মবিশ্বাসী শাংগাটির মন্তব্য, ‘‘আইএস জঙ্গিরা নতুননতুন কৌশল বের করছে ঠিকই। কিন্তু ওরা ব্যর্থও হচ্ছে। আমাদের কাছে খবর অনেক জঙ্গি নেতাই পরিবার নিয়ে ইরাক ছেড়ে পালিয়ে যাচ্ছে।’’