Advertisement
২৪ ডিসেম্বর ২০২৫
লোহিত সাগরে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি হুথির।

লোহিত সাগরে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি হুথির। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২১:৫০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২১:৪২ key status

লোহিত সাগরে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি হুথির

ইরান-ইজ়রায়েল সংঘাতে এখনও পর্যন্ত সরাসরি যোগ দেয়নি আমেরিকা। তবে অদূর ভবিষ্যতে আমেরিকা এই যুদ্ধে যোগ দিতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তবে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তবে চুপ থাকবে না ইরান, তা আগেই বুঝিয়ে দিয়েছে ইরান। এ বার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি জানিয়ে দিল, আমেরিকা যদি ইরান-ইজ়রায়েল সংঘাতে যোগ দেয়, তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে! শনিবার হুথির মুখপাত্র আমেরিকা এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২০:০৬ key status

ইরানের পাঠানো ৯৯ শতাংশ ড্রোনই ধ্বংস!

সংঘর্ষ শুরুর পর থেকে ইরানের পাঠানো বোমারু ড্রোনগুলির ৯৯ শতাংশই ধ্বংস করা হয়েছে। এমনটাই দাবি করল ইজ়রায়েলি বাহিনী। বস্তুত, এই সংঘর্ষের সময়ে ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বার বার পরীক্ষার মুখে পড়েছে। সংঘর্ষ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজ়রায়েলের বেশ কিছু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএন অনুসারে, শনিবারও ইজ়রায়েলের উত্তরপ্রান্তে অন্তত একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে। দক্ষিণ ইজ়রায়েলেও একটি ফাঁকা জায়গায় ইরানের বোমারু ড্রোন এসে পড়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৯:৫৫ key status

ইরানে আটকে পড়া নেপালিদের ফেরাবে ভারত!

ইরান এবং ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি। এ বার ইরানে আটকে থাকা নেপালের নাগরিকদেরও ফিরিয়ে আনবে ভারত। নেপালের বিদেশমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ইরানে আটকে থাকা ১৬ জন নেপালিকে উদ্ধার করতে ভারতের সাহায্য চাওয়া হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে নেপালকে আশ্বস্ত করেছেন।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৯:১৫ key status

ম্যাক্রোঁ-পেজেশকিয়ান ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, ইরানের পরমাণু গবেষণা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনও ভাবেই পরমাণু অস্ত্র বানাতে পারবে না। তেহরান যে শান্তির পক্ষে, সেটিও ইরানকে স্পষ্ট করতে হবে বলে দাবি ম্যাক্রোঁর।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৯:১১ key status

উত্তরসূরি বাছছেন খামেনেই!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই ধরেই নিয়েছেন ইজ়রায়েল বা আমেরিকা— কোনও একটি রাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করবে। ইরানের সরকারি আধিকারিক সূত্রে এমনটাই জানিয়েছে ‘নিউ ইয়র্ক টাইম্‌স’। সেই আশঙ্কা থেকেই খামেনেই নিজের সম্ভাব্য উত্তরসূরি বেছে নিতে উদ্যোগী হয়েছেন। ওই সরকারি সূত্র জানিয়েছে, খামেনেই ইতিমধ্যে তিন জন ধর্মীয় নেতার নাম প্রস্তাব করেছেন। ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স’কে ওই তালিকার মধ্যে থেকে দ্রুত নিজের উত্তরসূরি বেছে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবাও ইরানের অন্যতম ধর্মীয় নেতা। তবে তিনি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রস্তাবিত তালিকায় নেই বলে দাবি সূত্রের।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫৪ key status

হত হিজ়বুল্লার সিনিয়র কমান্ডার

ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও। এর আগে ইজ়রায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইরান ঘনিষ্ঠ হুথি। এ বার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাদের বিরুদ্ধেও আঘাত হানল বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার দক্ষিণ লেবাননে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে হিজ়বুল্লার সিনিয়র কমান্ডার মহম্মদ খাদর আল-হুসেইনির। বিবৃতি জারি করে সে কথা জানিয়েছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

আইডিএফের দাবি, হিজ়বুল্লা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুসেইনির। ইজ়রায়েলের নাহারিয়া, হাইফার মতো শহরে একাধিক হামলার নেপথ্যে তাঁর হাত ছিল। দীর্ঘ দিন ধরে ইজ়রায়েলের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি হিজ়বুল্লার পুরনো অস্ত্রভান্ডার নতুন করে তৈরি করার দায়িত্বও পেয়েছিলেন তিনি, জানিয়েছে আইডিএফ। তাদের বিবৃতিতে হুসেইনি সম্পর্কে বলা হয়েছে, ‘‘ওঁর কার্যকলাপের কারণে লেবানন এবং ইজ়রায়েলের বোঝাপড়া বার বার ব্যাহত হয়েছে। ইজ়রায়েলের প্রতি যে কোনও হুমকি নির্মূল করার জন্য কাজ চালিয়ে যাবে আইডিএফ।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫৩ key status

‘পারবে না ইজ়রায়েল’

ইরানে মাটির গভীরে থাকা পরমাণুকেন্দ্রে হামলা চালাতে পারবে না ইজ়রায়েল! তাদের সেই ক্ষমতাই নেই বলে শুক্রবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ওদের (ইজ়রায়েল) ক্ষমতা খুবই সীমিত। ওরা (পরমাণু কেন্দ্রের) ছোট একটা অংশকে ভাঙতে পারে মাত্র। কিন্তু গভীরে যেতে পারবে না। সে ক্ষমতা ওদের নেই।”

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জানা গিয়েছে, ইরানে মোট তিনটি পরমাণুকেন্দ্র রয়েছে, যেগুলিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এগুলির মধ্যে ফোরদো পরমাণুকেন্দ্রটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে। ওই কেন্দ্রের যাবতীয় কাজ নাকি হয় মাটির গভীর। সম্ভাব্য হামলা থেকে পরমাণুকেন্দ্রটিকে রক্ষা করতেই তেহরানের এই পদক্ষেপ বলে মনে করা হয়ে থাকে।

এর আগে ইরানের ফোরদো পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বাহিনী। তবে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, সেটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা ইরানের ওই পরমাণুকেন্দ্রকে ধ্বংস করতে পারবে কি না, তা নিয়ে নিশ্চিত হতে চান ট্রাম্প। যদি সেটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়, তা হলেই ইরানে হামলা করার কোনও অর্থ দাঁড়ায়। সূত্রের খবর, আমেরিকার প্রতিরক্ষা আধিকারিকদের এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ইরানের ওই পরমাণুকেন্দ্রটি মাটি থেকে কতটা গভীরে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে ইজ়রায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুমান, মাটি থেকে খুব বেশি হলে ৩০০ ফুট (৯০ মিটার) গভীরে থাকতে পারে ওই পরমাণুকেন্দ্রটি।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫১ key status

ভারতের জন্য আকাশসীমা খুলেছে ইরান

শুক্রবার ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরান। গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইজ়রায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। ওই রাত থেকে ইজরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করে দেয় তেহরান।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫০ key status

এখনও পর্যন্ত ফেরানো হয়েছে ৫১৭ জনকে

 পশ্চিম এশিয়ার হিংসাদীর্ণ এলাকা থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। এখনও পর্যন্ত আকাশপথ এবং সড়কপথে ৫১৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:১৪ key status

ইরান থেকে নেপাল, শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করে আনছে ভারত!

নিরাপত্তাগত ঝুঁকি থাকায় ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে ফিরিয়ে আনছে ভারত। ইরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই দুই দেশের সরকারের তরফে এই বিষয়ে অনুরোধ করা হয়েছিল।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১২:৫৬ key status

তেল আভিভের বিমানবন্দরে পাল্টা হানা

তেল আভিভে ইজ়রায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে জানাল ইরান। ইজ়রায়েল ‘অধিকৃত’ প্যালেস্টাইনের সেনা শিবিরেও হামলা চলেছে বলে দাবি।

timer শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১২:৪৯ key status

ইরানে ফের হামলা ইজ়রায়েলের

পরমাণু কর্মসূচির সঙ্গে কোনও আপস নয়। শুক্রবারই স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছিল ইরান। তার পরেই পরমাণু কর্মসূচির সঙ্গে কোনও আপস নয়। শুক্রবারই স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছিল ইরান। তার পরেই ইরানে ফের হানা দিল ইজ়রায়েল। ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, সে দেশের ইসফাহান পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মধ্য ইরানের কোম শহরেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy