Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Twitter

মশা মারার ‘অপরাধ’-এ অ্যাকাউন্ট ব্যান করল টুইটার!

ঠাট্টা নয়, এমনটাই হয়েছে জাপানের এক টুইটার ইউজারের সঙ্গে। ঘটনার উল্লেখ করে প্রশ্ন তোলেন, তিনি এমন কী শব্দ ব্যবহার করেছেন যার জন্য তাঁর অ্যাকাউন্টটি ব্যান করা হল?

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৬:৪২
Share: Save:

একটা মশাকে ‘খুন’ করার শাস্তি কী হতে পারে? আচ্ছা ধরুন, আপনি একটা মশা মেরে তার ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। ছবির নীচে লিখে দিলেন, ‘আই কিল্ড এ মসকুইটো’। এর ফলাফল কী হতে পারে বলে আপনার ধারণা? অনেক লাইক, স্মাইলি বা ওই ধরনের অসংখ্য ইমোজি, মজাদার কমন্টে ভরে উঠবে আপনার পোস্ট— এর চেয়ে বেশি কিছু আর কীই বা হতে পারে! না, এর চেয়ে খারাপ কিছুও হতে পারে। হতে পারে না, হয়েওছে। এই রকম একটি ছবি আর তার সঙ্গে ওই কমেন্টের জন্য একটি টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

আরও পড়ুন:
টানা হাতুড়ি পেটানোর পরও ভাঙল না কাঁচের দরজা, খালি হাতে ফিরল ডাকাতদল, দেখুন ভিডিও

থাকসিনের টুইটে ইঙ্গলাক নিয়ে জল্পনা

ঠাট্টা নয়, এমনটাই হয়েছে জাপানের এক টুইটার ইউজারের সঙ্গে। বিবিসি-র খবর অনুযায়ী, @ডেড্রিমমাচা (@DaydreamMatcha) নামের ওই ইউজার অভিযোগ করেন, ২০ অগস্ট তিনি তাঁর আগের অ্যাকাউন্ট @নেমুইজমাইওয়াইফ (@nemuismywife) থেকে একটি মশা মেরে তার ছবি পোস্ট করে লেখেন, “আই কিল্ড এ মসকুইটো”। এর পরই টুইটারের পক্ষ থেকে একটি মেসেজ পান তিনি। তাতে লেখা ছিল, ‘এই অ্যাকাউন্টটি ব্যান করা হল, এটিকে আর পুনরুদ্ধার করা যাবে না।’ জাপানের ওই টুইটার ইউজার এই ঘটনার উল্লেখ করে প্রশ্ন তোলেন, তিনি এমন কী শব্দ ব্যবহার করেছেন যার জন্য তাঁর অ্যাকাউন্টটি ব্যান করা হল? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে @ডেড্রিমম্যাচা-র ওই টুইটটি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। গত পাঁচ দিনে এই পোস্টে ২৭ হাজারেরও বেশি লাইক পড়েছে, শেয়ার (রিটুইট) হয়েছে ৩৩ হাজারেরও বেশি। হবে না-ই বা কেন! মশা মারার অপরাধে টুইটার যে এমন ভাবে কামান দেগে ফেলবে, তা কে জানত বলুন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE